বারাণসী: দ্বিতীয়বার ভোট প্রচারে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার পা রাখলেন মোদী গড়ে৷ বুধবার সন্ধ্যায় গঙ্গা আরতি দেখতে দশাশ্মমেধ ঘাটে পৌঁছন মমতা৷ ঘাটে যাওয়ার আগে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় বিজপি’র কর্মী সমর্থকরা৷
আরও পড়ুন- BREAKING: ইউক্রেনে নিহত দ্বিতীয় ভারতীয় পড়ুয়া
আগামীকাল অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো৷ এর পর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে শুক্রবার ফিরবেন কলকাতায়৷ উল্লেখ্য, আগামী ৭ মার্চ উত্তর প্রদেশে শেষ দফার ভোট৷ এদিন বারাণসী বিমানবন্দরে নামার পরেই সেখান থেকে বারাণসী ঘাটের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু ঘাটে পৌঁছনোর দেড় কিলোমিটার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে একদল বিজেপি সমর্থক বিক্ষোভ দেখাতে শুরু করে৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়৷ শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে রীতিমতো আক্রমণ করে চড়-থাপ্পর মারতে থাকে বিক্ষোভকারীরা৷ বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বারাণসী ঘাটে যাচ্ছি৷ আপানারা যে ভাবে আমাকে আমন্ত্রণ জানালেন তার জন্য ধন্যবাদ৷ তবে এসব করে আমাকে ভয় দেখানো যাবে না৷
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাণসী সফর কিন্তু পূর্ব নির্ধারিত৷ তা সত্ত্বেও কেন পর্যাপ্ত পুলিশ ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ বিক্ষোভকারীদের বাধা কাটিয়েই বারাণসী ঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখানে ছিল হাজারো মানুষের ভিড়৷ তাঁকে দেখতেও ভিড় উপচে পড়ে৷ আগামীকাল থেকে শুরু হবে তাঁর রাজনৈতিক কর্মসূচি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>