কলকাতা: মাত্র ২৫ বছরে শেষ হয়ে গিয়েছে একটি তাজা প্রাণ৷ অভিনেত্রী পল্লবী দে’র আকস্মিক মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্য৷ তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন৷ তবে কি অবসাদে ভুগছিলেন অভিনেত্রী? পরিবারের সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পল্লবীর একটি পুরনো ভিডিয়ো৷ আর সেই ভিডিয়োই উস্কে দিয়েছে অবসাদের জল্পনা৷
আরও পড়ুন- পল্লবীর হার ঐন্দ্রিলার গলায় পরিয়ে পল্লবীর সঙ্গেই লিভ ইন সাগ্নিকের!
ওই ভিডিয়োটিতে আক্ষেপের সুরে পল্লবীকে বলতে শোনা যায়, “আমার ভাগ্যটাই এমন। যে দিন আমার খুব কান্না পায়, সে দিন হাসির সিন করতে হয়। যে দিন আমার খুব হাসি পায়, মন খুব খুশি, সে দিন আমায় খুব কান্নার, খুব কষ্টের সিন করতে হয়।” এর পরেই সকলকে তাঁর অভিনীত ধারাবাহিক দেখার অনুরোধ করেন পল্লবী৷
যদিও মা সঙ্গীতা দে’র সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল৷ মায়ের সঙ্গেই ‘দিদি নম্বর ওয়ান’ খেলতে এসেছিলেন নিহত অভিনেত্রী৷ সেই সময় ক্যামেরায় ধরা পড়েছিল মা-মেয়ের খুনসুটি৷ কিন্তু পরিবারের সঙ্গে পল্লবীর সম্পর্কের টানাপোড়েনের জল্পনায় ঘি ঢালে পল্লবীর শেষ জন্মদিনের একটি ভিডিয়ো৷ সম্প্রতি ওই ভিডিয়োটি শেয়ার করেছেন অভিনেতা সায়ক ঘোষ৷ সেখানে দেখা যায়, কেক কাটার পর মা-বাবার আগে প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে তা খাওয়ান পল্লবী। কয়েক সেকেন্ডের সেই দৃশ্য থেকেই যাবতীয় সমালোচনা ও জল্পনার সূত্রপাত। অনেকেই মনে করছেন, প্রেমিক তথা লিভ ইন পার্টনার সাগ্নিকের জন্যেই পল্লবীর জীবনে মা-বাবার গুরুত্ব কমে গিয়েছিল।
পল্লবীর কাছের বন্ধু সায়ক চক্রবর্তী এক প্রথম সারির সংবাদমাধ্যমকে বলেন, একজন মানুষ চলে যাওয়ার পর তাঁকে নিয়ে অনেকে অনেক কিছু বলে৷ কারণ প্রতিবাদ করার জন্য তিনি আর সামনে থাকে না। পল্লবীর ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। সায়কের কথায়, কাকু-কাকিমাকে (পল্লবীর বাবা-মা) ও খুবই ভালোবাসত। কিন্তু আমাদের জীবনে যখন একজন নতুন মানুষ আসে, আমরা তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ওঁর ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। তার মানে এই নয় যে পল্লবীর জীবনে ওঁর বাবা-মায়ের গুরুত্ব কমে গিয়েছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>