কলকাতা: জুলাই মাস থেকে বাড়তে চলেছে রাজ সরকারের কর্মচারীদের বেতন। তেমনই ইঙ্গিত মিলেছে বাজেট বরাদ্দ বৃদ্ধিতে। জুলাই মাস থেকে নাকি বেতন বাড়ছে শিক্ষক, শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদেরও! শিক্ষক-শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, জুলাই মাসের সাধারণ ইনক্রিমেন্টের বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে৷
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারের কর্মচারীরা ২৮ শতাংশ ডিএ কম পাচ্ছেন। এই ফারাক ক্রমশ বেড়ে চলছে। শুধু তাই নয়, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গেই সবথেকে কম ডিএ দেওয়া হয়। মাত্র ৩%। ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে সাধারণ ইনক্রিমেন্টের বিষয়টিকেই বারবার জনসমক্ষে তুলে ধরা হচ্ছে৷ তাঁর কথায়, এর আগে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা এবং কার্যকরী করার সময় তা এক বেশি করে তুলে ধরা হয়েছিল, এমন ভাবে সাধারণ মানুষের মধ্যে উপস্থাপন করা হয়েছিল যেন বহুবার বেতন বৃদ্ধি করা হচ্ছে। এখন জুলাই মাসে নরমাল ইনক্রিমেন্টের বিষয়টিকেও বেতন বৃদ্ধি করা হিসাবে প্রচার করা হচ্ছে। তোপ দেগে কিংকর বলেন, এভাবে লোক খ্যাপানো অযৌক্তিক ও নোংরা খেলা বন্ধ হোক।
উল্লেখ্য, শুক্রবার বিধানসভায় ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ রাজ্য বাজেটে বেতন খাতে প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ বরাদ্দ বৃদ্ধিতেই মিলেছে বেতন বৃদ্ধির ইঙ্গিত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>