কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সাড়ে ৯ ঘণ্টারও বেশি সংয় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ অবশেষ সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ তিনি বলেন, ‘‘আমাকে জিজ্ঞেস করেছিল, এঁদের চেনেন। বিশ্বাস করবেন না, ৯০ শতাংশের বাড়ি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদে। সেখানে দলের তরফে কে দায়িত্বে ছিলেন? তাঁকে জিজ্ঞাসবাদ করা হবে না কেন? আমাদের থেকে যা জানতে চাওয়া হয়, দিয়েছি। অধিকাংশ প্রশ্নই বোগাস।’’
অভিষেকের অভিযোগ, নবজোয়ার রুখতেই তাঁকে নোটিস পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘‘আমাকে ডাকাডাকি বন্ধ করুন। বিজেপির কারও নাম এলে তাঁদের কেন ডাকা হয় না। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায় তো দিলীপ ঘোষের নাম নিয়েছেন। তাঁকে কেন ডাকা হচ্ছে না?’’