কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রীর পর ইডি দফতরে হাজিরা এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অমিত বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু ‘অনিবার্য কারণে’ এদিন হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। তার বদলে আইনজীবীকে দিয়ে ইডি-র দফতরে নথি পাঠিয়ে দেন তিনি৷
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অমিত বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল। তিনি নিজে সশরীরে হাজিরা না দিলেও, আইনজীবীর মাধ্যমে সেই তথ্য পাঠিয়ে দেন। সব মিলিয়ে তিনি প্রায় ১২০০ পাতার নথি পাঠিয়েছেন বলেই সূত্রের খবর৷
নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির যোগসূত্র খুঁজতেই সংস্থার দুই ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, গতকাল তিনি হাজিরা দেননি৷ বদলে প্রায় ১০০০ পাতার নথি পাঠিয়ে দেন ইডি দফতরে। শনিবার স্ত্রী লতার পথে হেঁটেই সিজিও কমপ্লেক্সে ইডির তলব এড়ান অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়।
এদিকে, আগামী ১০ অক্টোবর নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। এর বিরুদ্ধে শুক্রবার হাই কোর্টে একটি আবেদন জানান অভিষেক৷ সেই আবেদনের প্রেক্ষিতে আদালত তাঁকে ইডি-র হাজিরা থেকে অব্যাহতি দেয়। আদালত জানায়, ওই দিন ইডি যে নথি চেয়েছে, সেটা অবশ্যই জমা দিতে হবে অভিষেককে। এমনকী পুজোর মধ্যে অভিষেককে তলব করা যাবে না বলেও নির্দেশ আদালতের।