কাঁথি: একদিকে কাঁথি, অন্যদিকে ডায়মণ্ডহারবার৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ পাল্টা আক্রমণে ঝাঁঝ বাড়ল শনিবারের৷ এদিন কাঁথিতে শুভেন্দুর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে অভিষেকের হুঙ্কার, নন্দীগ্রামে আবার ভোট হবে। আর ওই কেন্দ্রে হারবেন বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ‘আরএসি বিরোধী দলনেতা’ বলেও কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
আরও পড়ুন- পঞ্চায়েতে অবাধ ভোট, শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ করলেন অভিষেক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার’ বলে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘উনি নন্দীগ্রামে আমার কাছে হেরেছেন৷’’ এ বার কাঁথি গিয়ে পাল্টা দিলেন অভিষেক। শুভেন্দুকে বললেন ‘আরএসি’ বিরোধী দলনেতা হিসাবে। প্রসঙ্গত, রেলের পরিভাষায় আরএসি হল ‘রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন’৷ অর্থাৎ কোনও ‘কনফার্ম’ টিকিট বাতিল হলে সেই জায়গায় নতুন টিকিট দেওয়াকেই বলৈ হয় আরএসি। অভিষেক বলেন, ‘‘লিখে রাখুন, নন্দীগ্রামে আবার ভোট হবে।’’
সুর চড়িয়ে ডায়মণ্ড হারবারের সাংসদ আরও বলেন, শুভেন্দুই ভারতের একমাত্র বিধায়ক, যিনি ভোটে জিতেছেন না হেরেছেন তা আদালতের বিচারাধীন। অভিষেকের কথায়, ‘‘উনি বলেন, মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। কথায় কথায় বলেন, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলার আগে উনি নিজে যে আরএসি বিরোধী দলনেতা, সেটা তো ওঁকে বুঝতে হবে। হাই কোর্টে মামলা চলছে, তার মধ্যে উনি সুপ্রিম কোর্টে দৌড়লেন। তাঁর দাবি, মামলা সরিয়ে যেন অন্য একটা রাজ্যের হাই কোর্টে স্থানান্তরিত করা হয়। সুপ্রিম কোর্টে ওঁর দু’গালে দু’টো থাপ্পড় মেরেছে। তুমি চুরি না করে থাকলে তোমার এত ভয় কিসের? লোডশেডিং করে জিততে হয়েছিল, তাই না!’’ এর পরেই অভিষেকের মন্তব্য, ‘‘নন্দীগ্রামে ফ্রেশ ভোট হবে। ইলেকশন বাতিল হবে। আপনি আমার কথা লিখে রাখুন। নন্দীগ্রামের মানুষ আবার জবাব দেবে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>