লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ! কলকাতার আদালতে হাজিরা সলমনের নায়িকার

লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ! কলকাতার আদালতে হাজিরা সলমনের নায়িকার

accused

কলকাতা: কলকাতার আদালতে হাজিরা দিলেন সলমন খানের নায়িকা৷ ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নারকেলডাঙার সেই মামলায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে হাজিরা দেন অভিনেত্রী জারিন খান। পরনে নীল টিশার্ট। মুখ ঢাকা ছিল মাস্কে। আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব না দিয়েই গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে যান অভিনেত্রী।

এর আগেও এক বার কলকাতার নিম্ন আদালতে হাজিরা দিয়েছিলেন ভাইজান অভিনীত ‘বীর’ সিনেমার নায়িকা জারিন। ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধন এবং ছ’টি অনুষ্ঠান করার কথা ছিল জারিনের। মুম্বই থেকে অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্বে থাকা সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য অভিনেত্রী ও তাঁর ম্যানেজারকে অগ্রিম প্রায় ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এমনকি যে দিন অনুষ্ঠান করতে আসার কথা ছিল, সে দিন পর পর অভিনেত্রীকে ছ’টি বিমানের টিকিট কেটে দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি আসেননি৷ এই মামলায় সেপ্টেম্বরে নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শিয়ালদহ কোর্ট। মঙ্গলবার সশরীরে আদালতে হাজিরা দেন ‘হাউসফুল ২’-খ্যাত অভিনেত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =