মুম্বই: ইরান-ইজরায়েল সংঘাতের আঁচ লাগল ভারতের শেয়ার মার্কেটে। মঙ্গলবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে হু হু করে নামতে থাকে সেনসেক্স-নিফটির গ্রাফ। ধাক্কা খায় আদানি গ্রুপ৷ কারণ ভারতের অন্যতম শিল্পপতি তথা দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির বিপুল বিনিয়োগ রয়েছে ইজরায়েলে। তিনি আবার বিশ্বের ধনকুবেরদের তালিকায় রয়েছে ১৪ নম্বর স্থানে৷ এহেন গৌতম আদানির শেয়ারেও নেমেছে ধস। বাজার খুলতেই মাথায় হাত আমানতকারীদের।
২০২২ সালে ইজরায়েলের হাইফা বন্দরে মোটা অংকের বিনিয়োগ করেছিলেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। ইহুদি রাষ্ট্রের সরকার ক্ষুদ্র এই সমুদ্র বন্দরটির বেসরকারিকরণের জন্য বাজারে শেয়ার ছাড়তেই ৭০ শতাংশ কিনে নেন গৌতম আদানি। যার মূল্য ১.৮ বিলিয়ান মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা।