কলকাতা: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ এর পরেই আদালতের দ্বারস্থ বিরোধীরা৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং অনলাইনে মনোনয়নের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
বৃহস্পতিবারই সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্যের নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট৷ গণনা হবে ১১ জুলাই। শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পেশের সময়। পঞ্চায়েত ভোটে রাজ্য পুলিশেই আস্থা রাখতে চলেছে কমিশন৷ তেমনটাই সূত্রের খবর৷ আর সেখানেই আপত্তি তুলেছেন বিরোধীরা। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করার দাবি জানাচ্ছে তারা। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে বিপুল সন্ত্রাসের সাক্ষী হয়েছিল রাজ্য৷ সেদিক থেকে বিবেচনা করেই আসন্ন নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে করানো হোক৷ আর্জি জানিয়ে উচ্চ আদালতে বিজেপি ও কংগ্রেস।
বিরোধীদের আরও দাবি, ৭৫ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। নির্বাচনের দিন ঘোষণার আগে সবকটি রাজনৈতিক দলকে ডেকে কোনও বৈঠকও করা হয়নি।
অধীরের দাবি, অনলাইনে যাতে মনোনয়নপত্র পেশ করা যায়, সেই বন্দোবস্ত করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। পাশাপাশি বিডিও বা মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে যেন তা পেশ করার সুযোগ দেওয়া হয়৷ আরও দাবি, সব বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। তাঁদের যুক্তি, নির্বিঘ্নে এক দফায় গোটা রাজ্যে ভোট করাতে হলে পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শুক্রবারই মামলা দায়েরের আবেদন জানান কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মামলা করার অনুমতি দিয়েছে আদালত৷
তবে অধীর একা নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মামলা দায়ের করবেন বলে খবর। শুভেন্দুও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি মনোনয়ন জমার সময়সীমা বাড়ানোর আর্জি জানাবেন৷ শুক্রবারই মামলা দায়ের করা হতে পারে। শনিবার শুনানির সম্ভাবনা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
