দ্বিতীয় বার কক্ষপথ বদল আদিত্যের, পৃথিবী থেকে কত দূরে পৌঁছল ইসরোর সৌরযান?

দ্বিতীয় বার কক্ষপথ বদল আদিত্যের, পৃথিবী থেকে কত দূরে পৌঁছল ইসরোর সৌরযান?

77d5f0d5c252b755ec65a77cf96640e3

কলকাতা: গত শনিবার রবির সন্ধানে পাড়ি দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১৷  নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছে সে৷ ইসরোর বেঙ্গালুরুর অফিস থেকেই এই সৌরযানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় বার কক্ষপথ বদল করল মহাকাশযান।

মঙ্গলবার ভোর ৩টে, ইসরো তরফে একটি টুইটে জানানো হল, আদিত্য-এল১ সফল ভাবে দ্বিতীয় বার কক্ষপথ পরিবর্তন করেছে। কক্ষপথ বদলের সঙ্গে সঙ্গে সৌরযানের গতিও কিছুটা বেড়েছে। পৃথিবী থেকে আরও কিছুটা দূরে সরে গিয়েছে এই মহাকাশযান। ইসরো আরও জানিয়েছে, আদিত্য-এল১ এই মুহূর্তে ২৮২ কিমি X ৪০,২২৫ কিমি কক্ষপথে অবস্থান করছে। অর্থাৎ, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৮২ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব থাকবে ৪০,২২৫ কিলোমিটার।

এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ টান ছাড়িয়ে বেরতে পারেনি আদিত্য। পৃথিবীর টানেই মোট পাঁচ বার  কক্ষপথ বদল করার পর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে আদিত্য-এল১। এর জন্য সময় লাগবে ১৫ ‌থেকে ১৬ দিন। এর পর ধীরে ধীরে সে এগিয়ে যাবে সূর্যের কাছে ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টের দিকে। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এই ‘হ্যালো’ পয়েন্টে পৌঁছে কাজ শুরু করবে আদিত্য। ওই খানে দাঁড়িয়েই সূর্যকে পর্যবেক্ষণ করবে সে৷ সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে আগামী ১০ সেপ্টেম্বর, রাত আড়াইটে নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *