দার্জিলিং: দক্ষিণ ভিজছে বৃষ্টিতে৷ উত্তরে শুরু তুষারপাত৷ রবিবারের পর সোমবারও ভারী তুষারপাত হল পাহাড়ে। তুষারপাতের পাশাপাশি, দার্জিলিঙের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতও শুরু হয়েছে। দু’য়ের দাপটে জাঁকিয়ে শীত শৈলশহরে। তবে ভারী তুষারপাতের জেরে ব্যাহত পাহাড়ের যান চলাচল।
আরও পড়ুন- জোড়াসাঁকো ক্যাম্পাসে এখনও বেআইনি দখল, পুরসভার বিরুদ্ধে বড় অভিযোগ
সোমবার সকাল থেকে ব্যাপক পরিমাণে তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু, ফালুট-সহ বেশ কয়েকটি অঞ্চলে। উঁচু পার্বত্য এলাকায় বরফ পড়ার জেরে টংলু, টুংলিংয়ের মতো অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। অস্বাভাবিক যান চলাচল। এই সময় দার্জিলিঙে পর্যটকের সংখ্যা অপেক্ষাকৃত কমই থাকে। তবে যাঁরা এই সম ঘুরে গিয়েছেন, তাঁরা ভরা মার্চেও বরফের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন৷ এদিকে, দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কিছু অঞ্চলে ভোররাত থেকেই আকাশ কালো করে শুরু হয়েছে বৃষ্টি। একাধিক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। একদিকে তুষারপাত, অন্যদিকে বৃষ্টির দাপটে হু হু করে তাপমাত্রা নেমেছে পাহাড়ে। এই তুষারপাতের জেরেই অন্যান্য বছরের চেয়ে এই বছর মার্চেও ভালো ঠান্ডা রয়েছে পাহাড়ে।
সিকিম হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ দিন এমনই আবহাওয়া থাকবে পাহাড়ে৷ সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ‘‘আগামী ৩ দিন সান্দাকফু-সহ দার্জিলিঙে এমনই আবহাওয়া বজায় থাকবে। আরও তুষারপাত হবে সান্দাকফুতে।’’ উত্তরবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>