গ্রেফতারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

গ্রেফতারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা: উস্কনিমূলক মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল৷ সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ অগ্নিমিত্রার মামলার শুনানি হওয়ার কথা। ঘনিষ্ঠমহলে বিজেপি নেত্রী জানিয়েছেন, তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করা হতে পারে৷ তাই গ্রেফতারি এড়াতে আগাম হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

আরও পড়ুন- মিড ডে মিলেও ১০০ কোটির দুর্নীতি! তৃণমূল আমলে দুর্নীতির শেষ কোথায়?

গত ৩ ডিসেম্বর ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভা ঘিরে যে গোলমাল বেঁধেছিল, তাতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। অভিযোগের আঙুল ওঠে বিজেপি নেতা দীপক হালদার এবং প্রদ্যোৎ বৈদ্যর বিরুদ্ধেও। তাঁদের বিরুদ্ধে থানায় মোট ৫টি এফআইআর দায়ের করা হয়। গত ৯ ডিসেম্বর এই মামলার শুনানির সময় বিচারপতি রাজাশেখর মান্থা তিন অভিযুক্তকে রক্ষাকবচ দিয়েছিলেন৷ আদালতের নির্দেশ ছিল, ১৬ জানুয়ারি পর্যন্ত পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করতে পারবে না। অগ্নিমিত্রার আইনজীবী এদিন জানান, উচ্চ আদালতে ফের রক্ষাকবচের আর্জি জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক৷

গত বছর ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দুর বাড়ির এক দম সামনে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, ওই একই দিনে ডায়মন্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দুও। গেরুয়া শিবিরের অভিযোগ, সভার আগের দিন রাতে বিজেপি’র সভাস্থলে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল৷ তাঁদের বিরুদ্ধে কুলপি এবং উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রতিবাদে সোচ্চার হন শুভেন্দু৷ তাঁর দাবি, বিজেপি অভিযোগ করলে পুলিশ নিষ্ক্রীয়৷ অথচ তৃণমূল অভিযোগ করলেই পদক্ষেপ করছে পুলিশ৷