কেমন হবে চাঁদের শহর? ভবিষ্যৎ কল্পনায় চমকে দিল AI

কেমন হবে চাঁদের শহর? ভবিষ্যৎ কল্পনায় চমকে দিল AI

কলকাতা: চাঁদ নিয়ে মানুষের আগ্রহ চিরন্তন৷ তবে ইসরো-র চন্দ্রযান কর্মসূচি সফল হতেই চাঁদ নিয়ে যেন শোরগোল পড়েছে৷ চাঁদ নিয়ে গবেষনাও বাড়ছে। বর্তমানে এলন মাস্ক ও জেফ বেজস সহ অনেক বিলিয়নার মহাকাশ খাতে বিনিয়োগ করছেন। ভবিষ্যতে চাঁদ এবং মঙ্গলে মানুষ উপনিবেশ তৈরি করতে পারে কিনা, সেই পরিকল্পনাও চলছে।

 

চাঁদের মাটিতে শুধু জল বা খনিজের সন্ধান নয়, আরও অনেক কিছু অপেক্ষা করে আছে৷ ভবিষ্যতে এই চাঁদই হয়ে উঠবে মহাকাশ গবেষণার মূল কেন্দ্র। সম্ভবত এখানেই গড়ে উঠবে আগামী দিনের লঞ্চিং প্যাড। যেখান থেকে খুব সহজে পাড়ি দেওয়া যাবে মঙ্গল কিংবা শুক্রে৷ ঠিক সেই কারণেই তো নতুন করে চন্দ্রাভিমুখী হয়ে উঠেছে নানা দেশ। তবে দক্ষিণ মেরু জয়ের প্রথম নজির ঝুলিলে পুড়েছে ভারতই৷ 

 

ভারত, চিন, রাশিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশও মহাকাশে নিজেদের শক্তির আস্ফালন দেখাচ্ছে৷ অন্য কোনও গ্রহে সভ্যতা গড়ে তোলা যায় কিনা, সেই চেষ্টা করছে। তার জন্য বহু বছর যেমন লাগবে, তেমনই প্রয়োজন প্রচুর গবেষণা ও বিনিয়োগের৷ কিন্তু আজ থেকে ১০০ বছর পর চাঁদ কেমন দেখতে হবে তার ছবি তৈরি করে ফেলল কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই। দেখা যায় তার ঝলক৷ 

মুন সিটি

 

মুন সিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *