বায়ুদূষণে বাড়ছে ক্যানসার আতঙ্ক! উদ্বেগের কথা শোনালেন AIIMS-র চিকিৎসকেরা

বায়ুদূষণে বাড়ছে ক্যানসার আতঙ্ক! উদ্বেগের কথা শোনালেন AIIMS-র চিকিৎসকেরা

8ead58394d648c90773521433f0c7d8b

নয়াদিল্লি:  রাজধানীর বাতাসে বিষ৷ পরিস্থিতি এক কথায় অত্যন্ত ভয়ঙ্কর৷ শীত এখনও জাঁকিয়ে বসেনি৷ কিন্তু তার আগেই একেবারে বিষিয়ে উঠেছে দিল্লির বাতাস৷ টানা তিনদিন ধরে দিল্লি-এনসিআর অঞ্চলে বাতাসের গুণমান বিপজ্জনক পর্যায়ে ছিল। রবিবার বিকেলের পর তা আরও বিষিয়ে উঠেছে। বায়ুদূষণের বিষে বাড়ছে নানা রকম শারীরিক সমস্যা৷ চোখ-নাক জ্বলছে৷ শ্বাস নিতে কষ্ট হচ্ছে৷ তবে শুধু এটুকুই নয়, অত্যাধিক দূষণের প্রভাব পড়ছে গোটা শরীরের উপরেই৷ এই পরিস্থিতি দিল্লিবাসীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ, এখনও শীত সেভাবে শুরুই হয়নি। ডিসেম্বর-জানুয়ারি মাসে শীত পড়লে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে, তা অনুমান করেই তাঁরা আতঙ্কিত৷ চিকিৎসকরা বলছেন, এই ভয়ঙ্কর দূষণের জেরে শরীরে বাসা বাঁধতে পারে মারন ক্যানসার৷ 

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির এইমসের মেডিসিন বিভাগের চিকিৎসক তথা অধ্যাপক ডঃ পীযূষ রঞ্জন বলেন, ‘‘বায়ুদূষণের সঙ্গে বিভিন্ন রোগের যোগ রয়েছে। এর বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। দূষণের জেরে শ্বাসযন্ত্রের সমস্যা তো হয়ই, পাশাপাশি করোনারি আর্টারি ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক এমনকী আর্থারাইটিসের মতো রোগও হতে পারে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *