কলকাতা: তিনি ব়িয়্যাল ফাইটার৷ দু-দু’বার ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছেন৷ এবারও তিনি ফিরবেন ফিনিক্স পাখির মতো৷ এটাই সবার প্রার্থনা৷ গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ তারপর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তাঁর। এরই মধ্যে গত বুধবার পর পর হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর৷ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে৷ তাঁর অগণিত ভক্তের একটাই প্রার্থনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী৷ একরাশ চিন্তার মাঝে শুক্রবার রাতে ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচীর ফেসবুকে পোস্ট মিসেছে একটু স্বস্তি৷ তিনি জানিয়েছেন, আগের চেয়ে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাদাগিরির পুরনো একটা ক্লিপিংস। যেখানে ঐন্দ্রিলার উদ্দেশে সৌরভ বলেছিলেন, ‘এখানের সবার আয়ু যেন তোমার লাগে’। যে কথা শুনে চোখে জল এসে গিয়েছিল অভিনেত্রীর।
আরও পড়ুন- ‘শিক্ষিত মহিলাদের মধ্যে দ্বিচারিতা আছে’, নাতনির পডকাস্টে বিস্ফোরক জয়া
ওই এপিসোডে ‘এত আলোয় আলো আকাশ’ গানে নাচ করেছিলেন ঐন্দ্রিলা। তারপর তিনি দাদার সঙ্গে নাচ করার ইচ্ছেপ্রকাশ করেন। মহারাজের সঙ্গে নাচের পর তাঁকে নিজের দ্বিতীয়বার ক্যানসার জয়ের গল্প শোনান। এটা শোনার পরই সৌরভ বলেন, ‘‘তোমার সঙ্গে আগে দেখা হয়নি। কিন্তু তোমার স্টোরি ফলো করতাম।’’ এমনকী তিনি ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচীরও ভূয়সী প্রশংসা করেন৷ তাঁকে বলতে শোনা যায়, ‘তোমার বয়ফ্রেন্ড যেভাবে তোমাকে সঙ্গ দিয়েছে, তাতে ওঁর প্রতি আমার সম্মান আরও বেড়ে গিয়েছে। আমার শুভেচ্ছা জানিও ওঁকে।’ ক্যানসার থেকে সেরে উঠেই দাদাগিরিতে খেলতে গিয়েছিলেন ঐন্দ্রিলা। এরপর উঠে এসেছিল ক্যান্সারের সঙ্গে যুবরাজ সিং-এর লড়াইয়ের কাহিনি। এরপরই সৌরভ বলেন, ‘দেখবে বাড়িতে বড়রা বলে আমার আয়ু যেন তোর লাগে। আমিও আজ বলছি এখানে উপস্থিত সকলের আয়ু যেন তুমি পাও।’
” style=”border: 0px; overflow: hidden”” style=”border:none;overflow:hidden” width=”560″>