যোগীরাজ্যে ২০ গ্রামবাসীকে দু’রকম টিকা দেওয়ার অভিযোগ

যোগীরাজ্যে ২০ গ্রামবাসীকে দু’রকম টিকা দেওয়ার অভিযোগ

সিদ্ধার্থনগর: এবার টিকা নিয়ে গোল বাঁধল যোগীরাজ্যে৷ উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ঘটনার শিকার প্রায় ২০ জন গ্রামবাসী। চূড়ান্ত গাফিলতির দায় যদিও স্বীকার করে নিয়েছেন সিএমওএইচ।

নেপালের সীমানা লাগোয়া সিদ্ধার্থনগর গ্রামে প্রথমে কোভিশিল্ড এবং পরে কোভ্যাক্সিনের ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে। লখনউ থেকে ২০ কিলোমিটার দূরে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, এপ্রিলের শুরুতে তাঁদের প্রথমে কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়েছিল। পরে ১৪ মে দ্বিতীয় ডোজে তাঁদের কোভ্যাক্সিন দেওয়া হয়েছে।  অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে দাবি করেছেন সিএমওএইচ।

সিদ্ধার্থনগরের মুখ্য মেডিক্যাল অফিসার সন্দীপ চৌধুরি বলেছেন, ‘এটা একটা ভ্রম তৈরি হয়েছে। সরকারের তরফে এমন টিকা মিশ্রণের কোনও নির্দেশিকা নেই। তাই এটা ভুলই হয়েছে। আমরা এই ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছি। যাঁরা অভিযুক্ত তাঁদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। আমরা উপযুক্ত পদক্ষেপ করব।’ তিনি আরও বলেন, ওই ২০ জন গ্রাসবাসীর ওপর নজরদারি করা হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের একটি দল ইতিমধ্যেই তাঁদের সঙ্গে দেখা করেছে৷ ২০ জন গ্রামবাসী এই ঘটনায় চিন্তিত হলেও, কেউই এখনও অসুস্থ হননি।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নিজের জেলা এই সিদ্ধার্থনগর৷ সেখানে টিকা নিয়ে গন্ডগোলের ঘটনায় স্বভাবতই প্রশ্নের মুখে যোগী সরকার৷ ওই টিকাকরণ কর্মসূচির এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘আমরা টিকা দিই এবং আমরা শুধুই মানুষকে টিকা দিই৷ এটি ঊর্ধ্বতন আধিকারিকদের দেখার বিষয় যে কাকে কোথায় কি টিকা দেওয়া হবে৷’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =