উপাচার্যকে চড় মারার হুমকি, আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা গ্রেফতার

উপাচার্যকে চড় মারার হুমকি, আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা গ্রেফতার

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে চড় মারার হুমকি৷ কাঠগড়ায়  বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃ তৃণমূলের ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল৷ যদিও তৃণমূলের দাবি, তিনি দলের সদস্য নন। শনিবার দুপুরে উপাচার্যের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালান গিয়াসুদ্দিন-সহ বেশ কিছু যুবক। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে৷ বিতর্ক দানা বাঁধতেই রবিবার অভিযুক্ত ছাত্রনেতাকে গ্রেফতার করে টেকনো থানার পুলিশ।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী থেকেও প্রত্যাখ্যান! ১৪ ঘণ্টা ধরে ঘুরেও মিলল না চিকিৎসা, পথেই মৃত্যু বৃদ্ধের

ভাইরাল হওয়া তাণ্ডবের ভিডিয়োতে উপাচার্ডের উদ্দেশে গিয়াসউদ্দিন বলতে শোনা যায়, ‘টেনে চড় মারব।’ উপাচার্য মহম্মদ আলিকে শাসিয়ে ওই ছাত্রনেতাকে আরও বলতে শোনা যায়, ‘‘ওই গালে দুটো চড়িয়ে দেব। আমার চড়ে প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করে নিবি।’’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি গিয়াসুদ্দিনের দাবি, উপাচার্য দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি পাঁচ পড়ুয়াকে অনৈতিক ভাবে পিএইচডি করার সুযোগ করে দিয়েছেন। তাঁরা পরীক্ষা দিয়েছেন ঠিকই৷ কিন্তু, প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছিলেন অনেক আগেই। এই ঘটনার ‘প্রতিবাদ’ জানাতেই উপাচার্যের ঘরে গিয়েছিলেন তাঁরা।

কিন্তু, তৃণমূলের দাবি, অভিযুক্ত ছাত্রনেতা দলীয় কর্মী নন৷ তবে খোঁচা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘তথাকথিত বাংলার মেয়ের জমানায়, এটাই বাংলার সংস্কৃতি… উপাচার্যকে ঘেরাও করা, বিক্ষোভ দেখানো, এ রাজ্যে নতুন নয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হানমেশাই এমনটা হচ্ছে৷ কিন্তু, আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নজিরবিহীন।’’