কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ তার আগে দক্ষিণী রাজ্যে দলের ভরাডুবি ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে৷ প্রশ্ন উঠেছে বিজেপি কি অচিরে উত্তর ভারতের দল বলে পরিচিত হবে? কর্ণাটকের বিধানভা নির্বাচনে হারের পর এই দুশ্চিন্তা গ্রাস করেছে দলের অন্দরে৷ এতদিন দক্ষিণে অন্তত একটি রাজ্যে তাদের অস্তিত্ব ছিল। কিন্তু সেই রাজ্যেও ঘটল শোচনীয় পরাজয়। লোকসভা ভোটের মাত্র ১০ মাস আগে কর্ণাটকের ভোটের ফলাফলে স্বভাবতই অস্বস্তিতে বিজেপি।
এই অবস্থায় দক্ষিণ ভারতে নিজেদের অস্তিত্ব জিইয়ে রাখতে মরিয়া গেরুয়া শিবির৷ তাই আগামী লোকসভা ভোটে শৈবতীর্থ রামেশ্বরম অর্থাৎ রামনাথপুরম কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ভাবনা-চিন্তা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনটাই দলীয় সূত্রে খবর৷ দক্ষিণের এই কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী ভোটে দাঁড়ালে দলের কতটা ফায়দা হবে, তার একটা সমীক্ষাও শুরু করেছে পদ্ম শিবির। শুধু দলীয়ভাবেই নয়, এক বেসরকারি সমীক্ষক সংস্থাকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ওই সমীক্ষক সংস্থার কাছ থেকে ইতিবাচক বার্তা মিললে রামানাথপুরম লোকসভা কেন্দ্র থেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন নরেন্দ্র মোদী। কেন এই কেন্দ্র? রামানাথপুরম লোকসভা কেন্দ্র বাছাই করার অন্যতম কারণ হল, এই লোকসভা কেন্দ্রে রয়েছে বিখ্যাত হিন্দুতীর্থ রামেশ্বরম৷ তবে রামানাথপুরমে প্রার্থী হলেও বারাণসী কেন্দ্র ছাড়বেন না নমো। অর্থাৎ দু’টি কেন্দ্র থেকেই লড়াই করবেন। এবার দু’টিতেই জিতলে কোন আসন ছেড়ে দেবেন, সেটা পরে ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>