প্রেমিকের টানে সুদূর আমেরিকা থেকে মুর্শিদাবাদে প্রেমিকা, দিলেন বিয়ের প্রস্তাব

প্রেমিকের টানে সুদূর আমেরিকা থেকে মুর্শিদাবাদে প্রেমিকা, দিলেন বিয়ের প্রস্তাব

কলকাতা: প্রেমের টানে সাত সমুদ্র তেরো নদী পাড়। সুদূর আমেরিকা থেকে বাংলার মুর্শিদাবাদে পাড়ি দিলেন মার্কিন তরুণী। তাঁদের প্রেমের এই গল্প চিত্রনাট্যকেও হার মানায়৷ আমেরিকা থেকে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির ওই বিদেশিনী৷

আরও পড়ুন- এবার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজকে CBI-তলব, আজই হাজিরার নির্দেশ

এদিকে, বিদেশী প্রেমিকাকে দেখতে মানুষের ঢল মুর্শিদাবাদের রানিনগর ২ ব্লকের কাতলামারি গ্রামে। প্রেমিকের নাম মুসাফির হোসেন। আর প্রেমিকার নাম রাইহান আখতার৷ বাংলাদেশের বাহ্মণবাড়িয়ার বাসিন্দা রাইহান বর্তমানে আমেরিকার গ্রীন কার্ড হোল্ডার৷ সেখানে লেগজিস্টান সিটিতে মা ও দাদাদের সঙ্গে থাকেন৷ সম্প্রতি ইঞ্জিনিয়ারিং পাশ করে ইউএসএ-র আর্মিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, মুসাফির স্নাতক পাশ করে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মিলনে আরও একবার মিলে গেল দুই বাংলাও৷ 

বছর তিনেক আগের ঘটনা৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়ো থেকে আলাপ হয়েছিল মুসাফির-রাইহানের। ধীরে ধীরে সেই সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়৷ রবিবার কলকাতা বিমানবিন্দরে নামেন রাইহান৷ সেখান থেকে সোজা হাজির মুসাফিরের বাড়িতে। রাইহান বলেন, “বাড়ি থেকে আমাদের সম্পর্ক প্রথমে মেনে নিতে চায়নি। অনেক বুঝিয়ে তাঁদের রাজি করিয়েছি।” অন্যদিকে মুসাফিরের প্রতিশ্রুতি, ‘‘এই সম্পর্কের কোনও দিন অমর্যাদা করব না।’’ 

মুসাফিরকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রাইহান। বিয়ের পর মুসাফিরকে নিয়ে আমেরিকাতেই সেটেল্ড হতে চান তিনি। তাতে আপত্তি জানায়নি মুসাফিরের পরিবার৷ মুসাফিরের বাবা আবদুল হান্নান বলেন, “আমরা বিয়েতে রাজি। দু’জনে সুখে থাকুক। এটাই চাই৷” কাগজ পত্র ও কিছু আইনি জটিলতা কাটিয়েই একে অপরকে কবুল করে নেবেন মুসাফির-রাইহান৷