নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই দেশে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ নিয়ে প্রসঙ্গে ব়য ঘোষণা করেন তিনি৷ শাহ বলেন, ‘‘লোকসভা ভোটের আগেই দেশে সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’’
২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরই সিএএ বিল পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। এই আইনে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি কোনও সংখ্যালঘু মানুষ ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। এই আইন পাশ হয়ে গেলেও, তা এখনও কার্যকর করা যায়নি৷
শনিবার দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, “কংগ্রেস সরকার সিএএ লাগুর আশ্বাস দিয়েছিল। এখন তারা অন্য কথা বলছে।” তবে এদিন সকলকে আশ্বস্ত করে অমিত শাহ বলেন, “সিএএ আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও একথা বলা হয়নি। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই আইন।”