রানাঘাট: ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের সর্বভারতীয় পরীক্ষায় সেরার তালিকায় জায়গা করে নিল বাংলার দুই পড়ুয়া। পরীক্ষার সমস্ত বিভাগ মিলিয়ে দেশের মধ্যে প্রথম স্থান দখল করলেন রানাঘাটের হবিবপুরের বাসন্দা অনিমেষ বিশ্বাস। অন্যদিকে, ফিটার বিভাগে মেয়েদের মধ্যে সেরা ফুলিয়ার ইশিতা বসাক। ওই দুই পড়ুয়ার হাতে কেন্দ্রীয় শিক্ষা ও কারিগরি মন্ত্রকের তরফে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। ছেলেমেয়েদের এই সাফল্য খুশি দুই পরিবার৷
২০২১-২৩ শিক্ষাবর্ষে ওই সর্বভারতীয় পরীক্ষায় বসেছিলেন প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী। সরকারি এবং বেসরকারি কলেজের শিক্ষার্থীরা ১২৮টি বিভাগে পরীক্ষায় বসেছিলেন। তবে এর মধ্যে ফিটার, ইলেক্ট্রিক্যাল মেকানিক্সয়ের মতো প্রায় এক ডজন বিভাগ নিয়ে প্রতিবছর সর্বভারতীয় মূল্যায়ণ করা হয়। দুই বছরের কোর্সে মোট ১২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়৷ সেপ্টেম্বরের শেষে ফল প্রকাশিত হয়। সেই পরীক্ষাতেই প্রত্যেকটি বিভাগ মিলিয়ে দেশের মধ্যে প্রথম হয়েছেন অনিমেষ। তাঁর প্রাপ্ত নম্বর ১১৯৬। রানাঘাট-১ ব্লকের হবিবপুরের দেবীপুরের বাসিন্দা রাধানগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২০২১ সালে রানাঘাট কলেজে ভর্তি হন। পাশাপাশি, বেসরকারি আইটিআই কলেজে ফিটার বিভাগে পড়াশোনা করছিলেন। অনিমেষের কথায়, প্রথম থেকেই মনে একটা জেদ ছিল, ফুল মার্কস পেতেই হবে। তবে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান পাব, সেটা ভাবিনি। ভবিষ্যতে ভারতীয় রেলের লোকো পাইলট হতে চান তিনি৷
একই পরীক্ষায় ফিটার বিভাগে মেয়েদের মধ্যে প্রথম হয়ে চমকে দিয়েছেন ফুলিয়া চটকাতলার বাসিন্দা ইশিতা বসাক। ফুলিয়া বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ২০২১ সালে চাকদহের একটি কলেজের দূরশিক্ষার কোর্সে স্নাতক স্তরে ভর্তি হন। পাশাপাশি, আইটিআই নিয়েও পড়াশোনা করছেন। ইশিতা বলেন, আগস্ট মাসে ফাইনাল পরীক্ষা হয়েছে। ভালো ফল হবে বলে আশা ছিল। সর্বভারতীয় স্তরে মেয়েদের মধ্যে প্রথম হব, সেটা ভাবতে পরিনি।