‘অসুস্থ’ কেষ্টর শরীরচর্চায় ছেদ, বন্ধ হল ‘জনতার দরবার’

‘অসুস্থ’ কেষ্টর শরীরচর্চায় ছেদ, বন্ধ হল ‘জনতার দরবার’

বীরভূম: দীর্ঘ ৪৫ দিন পর কলকাতা থেকে বোলপুরের বাড়িতে ফিরেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ কিন্তু শরীর ভালো নেই তাঁর৷ তাই বাড়ি ফিরলেও বসল না জনতার দরবার৷ দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের সময়ও সংক্ষিপ্ত করা হয়েছে৷ শুধু তাই নয়, সকল নেতা কর্মীকে তাঁর বাড়িতে ঢোকার অনুমতিও দেওয়া হচ্ছে না৷ নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে কেষ্টর বাড়ি৷ জানা গিয়েছে, কোনও অবাঞ্ছিত ব্যক্তিকে বাড়ির সামনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না৷ 

আরও পড়ুন- আকাশ অন্ধকার, জেলায় জেলায় শুরু বৃষ্টি

শুধু জনতার দরবার বন্ধ করা বা নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় কাটছাট করাই নয়, অসুস্থতার জেরে বদল এসেছে জেলা সভাপতির রোজ নামচা থেকে শুরু করে শরীরচর্চাতেও৷ মাস দেড়েক আগেও নিয়মিত  সকালবেলা শরীরচর্চা করতেন৷ সেখানে শনিবার তিনি ক্ষান্ত থেকেছেন কেবল মাথা মালিশ করিয়ে৷ বাড়ি ফিরলেও তাঁর শরীর ভালো নেই বলেই জানিয়েছেন রামপুরহাটের বিধায়ক এবং বোলপুরের সাংসদ৷ অসুস্থতার জন্যই বদলে গিয়েছে তাঁর রোজনামচা৷ 

আগে প্রতিদিন সকাল ১১টা থেকে তাঁর বাড়িতে বসত জনতার দরবার৷ দলীয় নেতা-কর্মী তো বটেই, জেলার সকল মানুষ তাঁদের সমস্যা, অভিযোগের কথা জানাতে পারতেন এই জনতা-দরবারে। কিন্তু শনিবার  জনতা দরবার বসেনি। আগামী কয়েকদিন তা বন্ধ রাখা হবে বলেই সূত্রের খবর। অসুস্থতার জন্য প্রত্যহিক কাজের তালিকা থেকে বাদ পড়েছে শরীরচর্চাও৷ এদিন দুপুর দেড়টা নাগাদ স্নান সেরে নীচে অফিসে নেমেছিলেন অনুব্রত৷ দেখা করেন রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। এছাড়া জেলার বেশ কিছু শীর্ষ নেতার সঙ্গেও কথা বলেন৷ তবে খুব অল্প সময়ের জন্য৷ তিনি জানান, তাঁর শরীর ভালো নেই৷ অল্প-বিস্তর দলের খবর নিয়েই বিশ্রামের জন্য উপরের ঘরে চলে যান। 

প্রসঙ্গত, দীর্ঘ দিন এসএসকেএম-এ ভর্তি ছিলেন অনুব্রত৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার সিবিআই-এ মুখোমুখি হন৷ এর পর শুক্রবার চিনার পার্কের ফ্ল্যাট থেকে ফেরেন বোলপুরের বাড়িতে৷ তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান দলীয় কর্মীরা৷ প্রসঙ্গত, এর আগে কখনও এতদিন বোলপুরের বাইরে খাকেননি অনুব্রত৷