জেলে দ্বিতীয়বার দেখা বাবা-মেয়ের, সুকন্যাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

জেলে দ্বিতীয়বার দেখা বাবা-মেয়ের, সুকন্যাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

772a2a17d21a2903fc4aedf5f23faed8

কলকাতা: তিহাড়ে ফের মুখোমুখি বাবা-মেয়ে৷ জেলকর্তৃপক্ষের অনুমতি নিয়ে সোমবার দ্বিতীয়বারের জন্য জেলের অফিসে মুখোমুখি হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, এদিন মেয়েকে দেখেই এদিন কান্নায় ভেঙে পড়েন কেষ্ট। জিজ্ঞেস করেন, ‘তোর কষ্ট হচ্ছে মা?’

প্রথম দিন যখন বাবা-মেয়ে মুখোমুখি হয়েছিল, তখনও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ মেয়েকে দেখে প্রশ্ন করেছিলেন, ‘কেন হাজিরা দিলি রুবাই?’’  তিনি বলেছিলেন, ‘কেন দিল্লি আসতে গেলি! দিল্লি না এলে ওরা তোকে গ্রেফতার করতে পারত না।’ জানা গিয়েছে, এদিনও সুকন্যাকে চোখের সামনে দেখামাত্র একই কথা বলেন অনুব্রত। সুকন্যা তখন বলেন, ‘বারবার নোটিস পাঠাচ্ছিল। না এসে উপায় ছিল না।’

এদিন প্রায় ২৫ মিনিট দু’জনের মধ্যে কথা হয় বলে জেল সূত্রে খবর। মেয়েকে বাবার আশ্বাস, সব ঠিক হয়ে যাবে। এদিন সুকন্যা জানান, তিনি বহুবার তিহাড়ে এসে অনুব্রতর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন৷  কিন্তু অনুমতি পাননি। এদিকে তাঁকে বারবার তলব করা হচ্ছিল৷ জিজ্ঞাসাবাদের পর অসহযোগিতার অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা ইডি৷

সুকন্যার গ্রেফতারি ভালভাবে নেয়নি তৃণমূল। সুকন্যার গ্রেফতার হতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মা মরা মেয়ে সুকন্যা। বাবা জেলে। তাঁকে কি বাইরে রেখে তদন্ত করা যেত না? এটা কি খুব মানবিক হল?’

এমনকী সুকন্যার গ্রেফতারির পর অমিত শাহের ছেলেকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে ‘নবজোয়ার’ কর্মসূচি থেকে তিনি বলেন, ‘সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বৃদ্ধি পাওয়ার জন্য যদি তাঁকে গ্রেফতার করা হয় তাহলে অমিত শাহের ছেলের সম্পত্তি আট হাজার গুণ বৃদ্ধি পাওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হবে না কেন?’