Anubrata Mondal bail release expected today
নয়াদিল্লি: গত শুক্রবারই ইডি-র মামলায় জামিন পেয়েছিলেন তিনি৷ তবে এখনও জেল থেকে ছাড়া পাননি বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল৷ সপ্তাহের শুরুতেই তিহাড় থেকে বেরতে পারেন কেষ্ট৷ আর জেল থেকে বেরিয়ে এক মুহূর্তও দিল্লিতে থাকতে নারাজ তিনি৷ মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে চান অনুব্রত মণ্ডল৷ তবে মনে করা হচ্ছে, ইডি তাঁর জামিন আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হতে পারে। তেমনটা হলে ফের প্রশ্নচিহ্নের মুখে পড়বে কেষ্টর জেলমুক্তি৷ (Anubrata Mondal bail release expected today)
১০ লক্ষ টাকার বন্ড
১০ লক্ষ টাকার বন্ড ও হাজিরা বিভিন্ন শর্তে গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত। শনিবারই জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। তবে অর্ডারের কপি হাতে পেতে বিকেল গড়িয়ে যাওয়ায় সে দিন আর জেল থেকে বেরতে পারেননি তৃণমূল নেতা। আজ তাঁর মুক্তির সম্ভাবনা।
বেল বন্ডের কাগজ ভেরিফিকেশন
ইডি এবং সিবিআই-দুটি মামলাতেই বেইল বন্ড বা জামিন বন্ড ও প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন অনুব্রতর আইনজীবীরা। বেল বন্ডের কাগজ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে রাউজ এভিনিউ কোর্ট। বেল বন্ডের কপি ইডি-র সদর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নথি যাচাই করে ইডি সবুজ সঙ্কেত দিলে ছাড়পত্র দেবে আদালত৷
রাতেই ফ্লাইট
জেল কর্তৃপক্ষের হাতে সেই কাগজ আসতে দেরী হলে আজও পিছিয়ে যেতে পারে অনুব্রতর মুক্তি৷ সুকন্যার জেল থেকে বেরতে রাত ন’টা পার হয়ে গিয়েছিল৷ অনুব্রতরও মুক্তি পেতে সন্ধ্যে ঘনিয়ে যাবে বলেই মনে করছেন আইনজীবীরা।তবে সূত্রের খবর, জেল থেকে বেরনোর পর আর এক মুহূর্তের জন্যেও দিল্লিতে থাকতে চান না অনুব্রত। আজ রাতেই কলকাতা বা বীরভূমে ফিরতে চান তিনি। সেই মতোআজ রাতের বিমানের টিকিট কাটার বন্দোবস্তও করা হচ্ছে।
আরও পড়ুন-
আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা!
কথা রেখে জরুরি পরিষেবা দেওয়া শুরু জুনিয়র ডাক্তারদের,
জেলমুক্ত কেষ্ট! ১০ লক্ষ টাকা বন্ডে গরু পাচার মামলায় জামিন পেলেন
গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপকে নার্কো পরীক্ষা করাতে চায় সিবিআই!
Bengal: Anubrata Mondal, recently granted bail in the ED case, is expected to be released from Tihar Jail today. However, the ED may approach the Delhi High Court to delay his release. Mondal plans to return to Kolkata with his daughter immediately after his release.