বিমানবন্দরে পৌঁছেই শুরু শ্বাসকষ্ট, ইনহেলার নিলেন কেষ্ট! বললেন, শরীরটা ভাল লাগছে না

বিমানবন্দরে পৌঁছেই শুরু শ্বাসকষ্ট, ইনহেলার নিলেন কেষ্ট! বললেন, শরীরটা ভাল লাগছে না

কলকাতা:  হাসপাতাল তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এমনকোনও জিল সমস্যা নেই যে হাসপাতালে ভর্তি করাতে হবে৷ কলকাতায় ইএসআই হাসপাতালের ফিট সার্টিফিকেট হাতে আসতেই শুরু হয়ে যায় অনুব্রতকে নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তুতি৷  তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জটির কোনও সমস্যা হয়কো নেই, কিন্তু, সম্পূর্ণ সুস্থও নন তিনি৷। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই জানালেন, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। আজ, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটাযর সময় একটি বেসরকারি উড়ান সংস্থার বিমানে দিল্লি নিয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার আগে অনুব্রত জানালেন, তাঁর নিঃশ্বাসে সমস্যা হচ্ছে। অনুব্রতকে ইনহেলার নিতেও দেখা যায়। তবে ইডি-র তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি৷ 

আরও পড়ুন- শহরের এক বিলাসবহুল হোটেলে আগুন-আতঙ্ক, অগ্নিকাণ্ড বারাকপুরেও

ইডি সূত্রে খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি সারা। তবে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে যেহেতু রাত হয়ে যাবে, তাই আজ আর কোনও ভাবে তাঁকে আদালতে হাজির করা সম্ভব হবে না। বরং দিল্লি পৌঁছনোর পর ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্ভবত তাঁকে নিয়ে যাওয়া হতে পারে সফদরজং হাসপাতাল বা রাম মনোহর লোহিয়া হাসপাতালে। রাতে ইডি-র দফতরেই রাখা হবে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। বুধবার তাঁকে আদালতে পেশ করতে পারে ইডি।

মঙ্গলবার সকাল সকাল কড়া পুলিশি পাহাড়ায় আসানসোল জেল থেকে বার করে আনা হয় তৃণমূলের বারভূম জেলা সভাপতিকে। এর পর তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় পুলিশের কলভয়। জেল থেকে বার করে অনুব্রতকে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উপর। মাঝে শক্তিগড়ে একটি খাবারের দোকানে প্রাতরাশ সারেন কেষ্ট৷ সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে৷ শারীরিক পরীক্ষার পর ‘ফিট’ সার্টিফিকেট দেন চিকিৎসকরা৷ তার পরেই তাঁকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে৷