বেবি বাম্প-সহ কালো বিকিনিতে সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন অনুষ্কা

আজ বিশ্ব কৃতজ্ঞতা দিবস। তাই একটা সুন্দর ট্যাগ লাইনে এই ছবি পোস্ট করেছেন অনুষ্কা। সেখানে তিনি লিখেছেন, ‘আপনার জীবনে ইতিমধ্যে যা আছে তা স্বীকৃতি দেওয়া সমস্ত প্রাচুর্যের ভিত্তি’। পাশাপাশি তিনি লেখেন, 'যাঁরা আমার প্রতি পদক্ষেপে দয়া করেছেন, ভালবাসা দিয়েছেন, পৃথিবীর কল্যাণে বিশ্বাসী করে তুলেছেন, জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।

মুম্বই:  দুবাইয়ে বিরাট কোহলি এবারের স্বপ্নের আইপিএল ২০২০ এর জন্য মাঠে নেমেছেন৷ তার ঠিক কিছু মুহূর্ত আগেই তাঁর বেটার হাফ অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি প্রকাশ করলেন৷ কালো মনোকিনিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট ফুটে উঠেছে। ছবিতে অপরূপা অনুষ্কার উজ্জ্বল হাসি ছবিটিকে আরও প্রাঞ্জল করে তুলেছে।

বিশ্ব কৃতজ্ঞতা দিবসে একটা সুন্দর ট্যাগ লাইনে এই ছবি পোস্ট করেছেন অনুষ্কা। সেখানে তিনি লিখেছেন, ‘আপনার জীবনে ইতিমধ্যে যা আছে তা স্বীকৃতি দেওয়া সমস্ত প্রাচুর্যের ভিত্তি’। পাশাপাশি তিনি লেখেন, ‘যাঁরা আমার প্রতি পদক্ষেপে দয়া করেছেন, ভালবাসা দিয়েছেন, পৃথিবীর কল্যাণে বিশ্বাসী করে তুলেছেন, জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়, আমরা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে কোনও না কোনও জায়গায় বন্ধনে রয়েছি।’

গত ২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার প্রেগন্যান্সি নিউজ জানান বিরুষ্কা। ইনস্টাগ্রামে অনুষ্কা লেখেন, ‘আর তাহলে, আমরা এখন তিনজন! সে আসছে ২০২১-এর জানুয়ারিতে’। এরপরেই খুশির আবহ ছেয়ে যায় বিরাট ও অনুষ্কা ভক্তদের মধ্যে। কয়েকদিন আগেই সমুদ্রের ধারে নিজের একটি বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। যেখানে বিরাট কোহলি বলেছিলেন, “আমার গোটা দুনিয়া একটা ফ্রেমেবন্দি।” বিরাটের সঙ্গে বর্তমানে অনুষ্কা আরব আমিরশাহিতেই রয়েছে। সেখান থেকেই সুইমিংপুলে দাঁড়িয়ে এই মিষ্টি ছবিটি শেয়ার করেছেন তিনি। মাত্র ৩০ মিনিটেই এই ছবিতে ৫ লক্ষ লাইক পড়েছে। কমেন্টে ভক্তদের সঙ্গে একাধিক বলি তারকারা অনুষ্কাকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =