আঁটোসাঁটো নিরাপত্তায় ভবানীপুর, বুথ-অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন

আঁটোসাঁটো নিরাপত্তায় ভবানীপুর, বুথ-অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন

কলকাতা:  হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ৷ অলিতে গলিতে চলছে এরিয়া ডমিনেশন৷ রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট। 

আরও পড়ুন- সকাল ৯টা পর্যন্ত তিন বিধানসভা কেন্দ্রে ভোটের হার কত?

 
এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে ভবানীপুরে৷ তবে একদম সকালেই বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ ১২৬ নম্বর বুথে কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি৷ যদিও কমিশন এই দাবি খারিজ করে জানায় মক পোল হতে দেরী হওয়ায় সমস্যা হয়েছিল৷ তবে কোনও রকম কারচুপি হয়নি৷ কোনও বিভ্রাট নেই৷ বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দেয় শাসক দলও৷ পাল্টা তোপ দেগে ফিরহাদ বলেন, লড়াইয়ে এঁটে উঠতে পারবে না জেনেই মিথ্যে অভিযোগ আনছে৷ সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত এঁরা কমিশনকে পাগল করে দেবে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =