কলকাতা: আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ছেদ পড়েছে অনেক আগেই৷ ২০১৭ সালে আইনি বিচ্ছেদের বছর দু’য়েক পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা আরোরা। দেখতে দেখতে একসঙ্গে পাঁচ বছর পার করে ফেলেছেন তাঁরা। কিন্তু, হঠাৎ কী হল? সেই সম্পর্কেও ঘনাচ্ছে কালো মেঘের ছায়া। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের সুর৷ তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। গত কয়েক দিন ধরে মায়ানগরীতে জোর গুঞ্জন, দীর্ঘ সম্পর্কে নাকি ইতি টেনেছেন দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের গোটা পরিবারকে ‘আনফলো’ করে দিয়েছেন মল্লা। তবে এখনও অর্জুনকে ফলো করছেন। কিন্তু, তাতে কী! স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে অর্জুন-মালাইকার ব্রেক আপের গুজ্ঞন। কিন্তু সন্ধ্যা নামার আগে অর্জুনের নতুন এক পোস্টে আরও ঘনীভূত হল রহস্য।
মালাইকা শনিবার সকলকেএকটি পোস্টে লিখেছেন, ‘পরিবর্তনই জীবনের নিয়ম। যাঁরা শুধুই অতীত এবং বর্তমান নিয়ে বাঁচেন,তাঁরা ভবিষ্যৎকে হারিয়ে ফেলেন’। মালাইকার এহেন পোস্টে অর্জুনের সঙ্গে বিচ্ছেদ জল্পনায় ঘি ঢালে। এদিকে দেখা যায়, ১৩ এপ্রিলের পর অর্জুন মালাইকার সঙ্গে কোনও পোস্ট করেননি।
এদিকে, ‘বিশ্ব কুকুর দিবস’ উপলক্ষে পোষ্যের সঙ্গে বিশেষ ফটোশুট করেন অভিনেত্রী। মালাইকার কুকুর ‘ক্যাসপার’ সংবাদমাধ্যমে বেশ পরিচিত। মাঝেমধ্যেই বান্দ্রা এলাকায় প্রিয় পোষ্যের সঙ্গে প্রাতঃভ্রমণে দেখা যায় ফ্যাশনিস্তা মল্লাকে। এ বার সেই পোষ্যের সঙ্গে প্রেমিকাকে দেখে মন্তব্য করলেন অর্জুন। অভিনেতা লেখেন, ‘‘তোমার জীবনের আসল তারকা ক্যাসপার।’’ অন্য দিকে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন মালাইকা লেখেন, ‘‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যাঁরা পাশে থাকার, তাঁরা থাকবেনই।’’ মালাইকার পোস্টের পরই অভিনেত্রীর ছবিতে এ হেন মন্তব্যের অর্থ কী? কিছু কি আড়াল করার চেষ্টা করছেন অর্জুন? না কি সব ঠিকই আছে তাঁদের মধ্যে? ধোঁয়াশা থেকেই যাচ্ছে৷