ব্রেকিং: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি, ফের প্রশ্ন উঠল নিরাপত্তা নিয়ে

ব্রেকিং: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি, ফের প্রশ্ন উঠল নিরাপত্তা নিয়ে

 কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল পুলিশ৷ পুলিশ লেখা বোর্ড গাড়িতে এঁটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখে অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি৷ মমতার বাড়ির এলাকায় ঢোকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু, তাঁকে দেখে সন্দেহ হয় পুলিশের৷ এর পরই ওই ব্যক্তিকে ধরে ফেলে  কালীঘাট থানার পুলিশ৷ ভোজালি, আগ্নেয়াস্ত্র, মাদক সহ তাঁকে আটক করা হয়েছে৷ এই ঘটনায় ফের প্রশ্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে৷

এদিন হাজরা রোড এবং হরিশ মুখার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়েই গাড়ি নিয়ে ঢোকার মুখে বাধা দেওয়া হয় ওই যুবককে। আজ ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ৷ আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তার ঠিক আগেই তাঁর বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা সশস্ত্র যুবকের।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির ব্যাগের ভিতর ভোজালি, আগ্নোয়াস্ত্র-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র মিলেছে৷  গাড়ির সামনে পুলিশ লেখা একটি বোর্ড লাগিয়ে গা বাঁচানোর ফন্দি এঁটেছিলেন তিনি। একরকম জোর খাটিয়েই মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেট টপকে  ঢুকতে চাইছিলেন তিনি। কিন্তু হাজরা রোড এবং হরিশ মুখার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিং পেরোতেই তাকে আটকে দেওয়া হয়৷ 

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘‘এমন একটা দিনে এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ব্যক্তির সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। জেরাায় তিনি নানারকম কথা বলছেন। এমনও বলছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছিলেন। তা হলে তাঁর কাছে অস্ত্র ছিল কেন?’’ কী উদ্দেশে ওই যুবক কালীঘাটে এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ 

 

 

পুলিশ সূত্রে খবর, ‘পুলিশ’ লেখা ওই গাড়িটির নম্বর ডব্লিউবি ০৬ইউ **৭৭। এই গাড়িটি শেখ নূর আমিন নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রার৷ কিন্তু পুলিশ যাকে ধরেছে, তিনিই নূর কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, নূর পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *