অস্বস্তিতে কেজরিওয়াল! আবগারি মামলায় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

কলকাতা: আবগারি দুর্নীতি মামলায় আরও অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। জামিন নিয়ে জটিলতার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা…

kejri ill

কলকাতা: আবগারি দুর্নীতি মামলায় আরও অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত।

জামিন নিয়ে জটিলতার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোকে গ্রেফতার করেছিল সিবিআই।  আদালত তাঁকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল। শনিবার আবগারি মামলায় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল৷ আগামী ১২ জুলাই পর্যন্ত হেফাজতে থাকবেন তিনি।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অরবিন্দ কেজরিওয়ালকে তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। শনিবারই সেই সময়সীমা শেষ হয়৷ এদিন তাঁকে আদালতে হাজির করানো হলে সিবিআই-এর তরফে আদালতে বলা হয়, ”ন্যায়বিচার এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়া অত্যন্ত জরুরি।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, আবগারি নীতি নিয়ে একাধিক প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি কেজরিওয়াল। নয়া আবগারি নীতিতে কেন হোলসেলারদের প্রফিট মার্জিন ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে তারও ব্যখ্যা দিতে পারেননি তিনি৷ এর পরেই কেজরিকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *