পিছিয়ে গেল শুনানি, আজও জামিন পাবেন না আরিয়ান! জেল হেফাজতেই শাহরুখ-পুত্র

পিছিয়ে গেল শুনানি, আজও জামিন পাবেন না আরিয়ান! জেল হেফাজতেই শাহরুখ-পুত্র

মুম্বই:  আজও জামিন পাচ্ছেন না মাদক-কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান৷ সোমবার মুম্বই সেশন কোর্টে আরিয়ানের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে৷ গত বৃহস্পতিবার শাহরুখ-পুত্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল সেশন কোর্ট৷ এর পর থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান৷ শুক্রবার আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন মানশিণ্ডে৷ কিন্তু তা খারিজ করে দেয় আদালত৷ সোমবার ফের আরিয়ানের জামিনের আবেদন করা হয়৷ কিন্তু এদিন শুনানি পিছিয়ে দেওয়া হয়৷ পরবর্তী শুনানি হবে বুধবার৷ 

আরও পড়ুন-‘মানুষ কী ভাবে নিশ্চিত হল ঈশান বিবাহ বহির্ভূত সন্তান’? বোমা ফাটালেন নুসরত

 

এদিকে আরিয়ানের আইনজীবীর প্রশ্ন, এতদিনে মাত্র একদিন কেন আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হল? ইতিমধ্যেই সাতদিন কেটে গিয়েছে৷ আরও সাতদিন আরিয়ানের হেফাজত চেয়েছে এসসিবি। শুনানি পিছিয়ে যাওয়ায় আগামী বুধবার পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ান খানকে। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর একটি প্রমোদতরীতে চলছিল মাদক পার্টি৷ সেখান থেকেই আটক করা হয় শাহরুখ পুত্রকে৷ দীর্ঘ ১৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনসিবি৷ আরিয়ান সহ আরও সাতজনকে ওই প্রোমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে৷

আরিয়ান

আরিয়ান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে জিজ্ঞাসাবাদের পর এই মামলায় মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি। এর মধ্যে রয়েছে দুই বিদেশি মাদকপাচারকারীও। আরিয়ান ও আরবাজের সঙ্গে আন্তর্জাতিক মাদকচক্রের যোগাযোগ রয়েছে বলেও এনসিবি’র দাবি। তাঁদের জেরা করেই এই চক্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা৷ 

এদিকে আর্থার রোডে আর পাঁচজন কয়েদির মতোই সাদামাটা ভাবে রয়েছেন আরিয়ান খান৷ কয়েদিদের জন্য বরাদ্দ খাওয়াই দেওয়া হচ্ছে তাঁকে৷ মন্নতের স্বর্গ সুখ তাঁর কাছে এখান হারানো স্বপ্ব৷ বাস্তব আর্থার রোড জেলের চার দেওয়াল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nine =