বিধানসভায় ডেপুটি স্পিকার পদে এবার প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় ডেপুটি স্পিকার পদে এবার প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়

কলকাতা:  তৃতীয়বারের জন্য বঙ্গ বিধানসভায় স্পিকার নির্বাচিত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়৷ ধ্বনি ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি৷ এবার ডেপুটি স্পিকার পদে প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- বঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী

সোমবার রাজভবনে শপথ গ্রহণ করেন ৪৩ জন মন্ত্রী৷ তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এদিন নবান্নের সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডেপুটি স্পিকার করা হচ্ছে প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে। যাঁরা মন্ত্রিসভায় জায়গা পাননি, তাঁদের বসানো হবে কমিটির মাথায়৷ চিফ হুইপ হচ্ছেন নির্মল ঘোষ৷ এছাড়াও  ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তাপস রায়। পার্থ ভৌমিক ও অসীমা পাত্রকে রাজ্য সরকারের বিশেষ দায়িত্ব দেওয়া হবে।  

এবার মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে৷ মন্ত্রিসভায় যেমন নতুন মুখ আনা হয়েছে৷ তেমনই দফতর বদলও করা হয়েছে৷ পাশাপাশি এদিন কোভিড পরিস্থিতি নিয়েও একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =