তুকতাক? শোভনের কাছে আসার আগে প্রাক্তনকেও বশ করতে চেয়েছিলেন বৈশাখী!

তুকতাক? শোভনের কাছে আসার আগে প্রাক্তনকেও বশ করতে চেয়েছিলেন বৈশাখী!

কলকাতা: নিজের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ তিনি স্পষ্টই জানিয়েছিলেন দাম্পত্য জীবনে থেকে অত্যাচারিত হওয়ার থেকে সহবাসে থাকা ভালো। তবে এবার একেবারেই ভিন্ন প্রসঙ্গে কথা বললেন তিনি।

শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের অন্ত নেই৷ সবসময়ই হেসেখেলে নিজেদের জগতে থাকেন তাঁরা। এর আসল রহস্য কী? তিনি কি তুকতাক করে বশ করেছেন শোভনকে? একই চেষ্টা চালিয়েছিলেন তাঁর প্রাক্তনের ক্ষেত্রেও? এই নিয়ে সোজা সাপটা উত্তর দিলেন তিনি৷ 

প্রথমসারির এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখী বলেন, ‘‘আমায় আমার এক কলিগ একবার গব্বর সিংয়ের বেল্টের মতো লম্বা তাবিজ দিয়েছিল। ওতে বুলেটের জায়গায় ১৮টা শিকড় ছিল। ওটা পরলেই নাকি মনোজিতের সঙ্গে আমার সমস্যা মিটে যেত। ও আমার বশে চলে আসত।’’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘আমার হাতে ওটা দেখে মনোজিৎ আদ্যিকালের ধ্যান ধারণা বলে মন্তব্য করেছিল। আমি তখন ওকে বলি, তাহলেই ভাবো তুমি কেমন ভাবমূর্তি বানিয়ে রেখেছ যে তোমার এই পাশবিক রূপ দেখে লোকজন আমায় এসব পরতে দিচ্ছে।’’

বৈশাখী জানান তিনি সবসময় হাসিখুশি থাকেন বলে অনেকেরই ধারণা তিনি তাবিজ কবজ করে থাকেন। অনেকেই মনে করেন তিনি তুকতাক করেই তাঁর বরকে হাতে রাখেন। বৈশাখীর কথায়, ‘‘আমায় একজন বলেছিল, বৈশাখী তুই যত কষ্টই পেয়ে থাক, কখনই দুঃখের কথা প্রকাশ্যে আনবি না। তুই তোর হেরে যাওয়ার কথা বললে আরও ১০০ জন হেরে যাবে। তাই আমি সব সময় ভালো থাকি।’’

বৈশাখি বলেন, ‘‘আমি একবার শোভনকে বলেছিলাম যে, এসব পুরুষের জন্য আমার কবজ তাবিজ লাগে না। আমার মতো মেয়েরা একাই থাকতে পারে। বরং এঁদের দূরে রাখার জন্য যদি কোনও পাথর থাকে সেটা নিজের চারপাশে রেখে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *