কানপুর টেস্টে বাংলাদেশের সমর্থক ‘টাইগার রবি’র উপর হামলা? কী বলছে পুলিশ?

Bangladesh fan tiger robi beaten কানপুর: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাঝেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা৷ আক্রান্ত বাংলাদেশের সমর্থক ‘টাইগার রবি’৷ কয়েকজন দর্শক তাঁকে মারধর করেছে…

Bangladesh fan tiger robi beaten

Bangladesh fan tiger robi beaten

কানপুর: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাঝেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা৷ আক্রান্ত বাংলাদেশের সমর্থক ‘টাইগার রবি’৷ কয়েকজন দর্শক তাঁকে মারধর করেছে বলে অভিযোগ। তড়িঘড়ি ‘টাইগার রবি’কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও পুলিশ মারধরের অভিযোগ অস্বীকার করেছে৷

 

মুখোমুখি ভারত ও বাংলাদেশ

শুক্রবার কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্কে শুরু হয়েছে খেলা৷ যদিও প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। এদিকে, বৃষ্টির জন্য এদিন বার বার খেলা বন্ধ করতে হয়েছে। এরই মাঝে উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি।

tiger ravi1

‘টাইগার রবি’

নিয়মিত ভাবে বাংলাদেশের খেলা দেখতে মাঠে যান ‘টাইগার রবি’। সারা গায়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ডোরাকাটা রং, হাতে বাংলাদেশের পতাকা, চেনা বেশেই কানপুরে গিয়েছিলেন রবি। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “পিছন দিক থেকে আমাকে আক্রমণ করা হয়েছে৷ আমার পিঠে এবং তলপেটে লেগেছে। শ্বাস নিতে পারছি না।”

tiger ravi3

অসুস্থ রবি

কানপুরের মাঠে উপস্থিত পুলিশকর্মীরা অসুস্থ রবিকে হাসপাতালে নিয়ে যান। তাঁরা অবশ্য রবিকে মারধর করার কথা অস্বীকার করেছেন। এক পুলিশকর্মী বলেন, “আমাদের এক কর্মী দেখেন সি ব্লকে থাকা রবির শ্বাস নিতে সমস্যা হচ্ছে৷ ঠিক মতো কথাও বলতে পারছিলেন না। মনে হয় ডিহাইড্রেশন হয়েছে। জাক্তার কী বলেন, সেটাই শোনার অপেক্ষায় রয়েছি।”

আরও পড়ুন-

নাতাশার সঙ্গে বিচ্ছেদ, ছেলের সঙ্গে প্রথম দেখা

এগিয়ে গিয়েও লাল-হলুদ পতন! 

৬৩২ দিন পর টেস্টে ফিরে শতরান ঋষভের!

৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ললিতের,

Sports: During the India-Bangladesh second Test, an unfortunate incident occurred involving Bangladeshi fan ‘Tiger Ravi’. Allegedly attacked by several spectators, Ravi was rushed to a local hospital. However, police have denied the assault claims.