কলকাতা: কয়লা পাচার মামলায় তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কিন্তু সেই তলবে সাড়া দিলেন না মন্ত্রী মলয় ঘটক৷ দিল্লি গেলেন না রাজ্যের আইনমন্ত্রী৷ কয়লা পাচার মামলায় মন্ত্রীকে নোটিস পাঠানো হলেও, মন্ত্রীর পাল্টা দাবি, তিনি এমন কোনও নোটিসই পাননি।
ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই কয়লা পাচার মামলায় সোমবার মলয়কে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু, আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তিনি বিভিন্ন জেলায় প্রচারে ব্যস্ত রয়েছেন৷ সে কারণেই তিনি তদন্তকারীদের মুখোমুখি হতে পারছেন না৷ আইনজীবী মারফত চিঠি দিয়ে এমনটাই জানিয়েছেন মলয়৷
এদিকে সোমবার মুর্শিদাবাদ থেকে মলয় বলেন, ‘‘ইডি আজ ডেকেছে, এমন কোনও সমন নেই আমার কাছে।’’ তবে কবে ডাকা হয়েছে? কবে ইডি-র সঙ্গে দেখা করবেন? প্রশ্ন শুনেই মলয়ের সাফ কথা, ‘‘সেটা আপনাদের কেন বলব।’’
ইডির অভিযোগ, কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত এক বছরে একাধিক বার নোটিস পাঠানো হলেও হাজিরা দেননি মলয়। উল্টে নোটিসের বিরুদ্ধে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন৷ সেই সময় হাই কোর্টের নির্দেশ ছিল, ন্যূনতম ১৫ দিন আগে মলয়কে নোটিস পাঠাতে হবে। মলয়কেও তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়। ইডির দাবি, হাই কোর্টের নির্দেশের পর মলয়কে তিন-তিনবার নোটিস পাঠানো হয়েছিল। শেষ বার নোটিস পাওয়ার পর মলয় জানিয়েছিলেন, ১৯ জুন থেকে এক সপ্তাহের সময়কালে তিনি হাজির হতে পারবেন। এরপর ১৯ জুনই তাঁকে তলব করা হয়৷ কিন্তু তিনি দিল্লি যাননি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>