বলিউডে ফের খুশির খবর, মা হলেন বিপাশা বসু

বলিউডে ফের খুশির খবর, মা হলেন বিপাশা বসু

মুম্বই:  দিন কয়েক আগেই সুখবর দিয়েছিলেন আলিয়া৷ ফের বলিপাড়ায় খুশির হাওয়া৷ মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কোল আলো করে এল কন্যাসন্তান৷

আরও পড়ুন- সঙ্গে ১৮ লক্ষের ঘড়ির খাপ! বিমানবন্দরে আটক ‘কিং খান’

ছ’বছর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বঙ্গ সুন্দরী। অবশেষে এল সুখবর৷ নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিপাশা। তার পর স্বামী করণকে নিয়ে অনেক ফটোশ্যুট করেছেন৷ নেটপাড়ায় তা শেয়ারও করেছেন৷ কিছু দিন আগেই বাঙালি রীতি মেনে ঘরোয়া সাধের অনুষ্ঠান করেছিলেন তাঁর মা৷ উপস্থিত ছিলেন শাশুড়ি ও স্বামী করণ সিং গ্রোভার৷ পরে আরও একটি পার্টি দেন করণ-বিপাশা৷ কেকে কেটে সেলিব্রেট করেন তাঁরা৷ সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে যাঁরা আমন্ত্রিত, তাঁদের জন্য বিশেষ পোশাকবিধিও ঠিক করে দিয়েছিল এই তারকা দম্পতি৷

বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন বিপাশা এবং করণ। চলতি বছর অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দু’জনে। শনিবার কন্যা সন্তানের জন্ম দিলেন বিং বিউটি বিপাশা বসু৷