শান্তিনিকেতন: মাস কয়েক আগে নব গঠিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য ক্লাসপিছু ৩০০ টাকায় গেস্ট লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ সেই বিজ্ঞপ্তি ঘিরে সেই সময় ব্যাপক বিতর্ক হয়৷ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য নামমাত্র পারিশ্রমিক নিয়ে প্রশ্ন উঠেছিল শিক্ষা মহলে! এবার সেই বিতর্ক আরও দোরাল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷
গত ৬ জুন অতিথি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ তাতে দেখা যায়, কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসপিছু ১৫০ টাকায় অতিথি শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইচ্ছুক প্রার্থীদের ২২ জুনের মধ্যে মার্কশিট এবং শংসাপত্র সহ ‘শিক্ষাসত্রে’ আবেদন করতে হবে। বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী কেন্দ্রীয় প্রতিষ্ঠানের এমন বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।