কলকাতা: লোকসভা নির্বাচনের আগে ফিরেছে দল বদলের সংস্কৃতি৷ সেই স্রোতেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তাপস রায়৷ বিজেপি-তে যোগ দেওয়ায় ‘পুরস্কার’ও মিলেছে৷ কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে৷ ভোটের আগে নিরাপত্তা বাড়ানো হল তাঁর। এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন এই হেভিওয়েট বিজেপি প্রার্থী৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চার জন জওয়ান। নিরাপত্তা বাড়ানো হয়েছে আরেক বিজেপি নেতা তথা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষেরও। তাঁকেও এবার থেকে এক্স ক্যাটাগরি সুরক্ষা দেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।
জানা যাচ্ছে, তাপস নিজে থেকে এই নিরাপত্তা চাননি। তবে সাম্প্রতিক কিছু ঘটনাবলী দেখার পর তাঁর নিরাপত্তা জরুরি বলে মনে করছিলেন বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব। তার ভিত্তিতেই এই বন্দোবস্ত করা হয়েছে৷ তাপসের বাড়িতে ইডি অভিযানের সময় তৃণমূল নেতৃত্বকে পাশে না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এরপরই বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। সম্প্রতি বড়বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়েই সেখানে গিয়েছিলেন তাপস রায়৷ কিন্তু তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়৷