কলকাতা: পঞ্চায়েত ভোটে একাধিক আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি৷ তার মধ্যে রয়েছে ঝাড়গ্রামের একটি বুথ৷ ঘটনাচক্রে এই বুথেই ভোট দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের বক্তব্য, সাধারণ মানুষ যে বিজেপির সঙ্গে নেই, তা স্পষ্ট!
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা দিলীপ ঘোষ। কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসন রয়েছে৷ এর মধ্যে কুলিয়ানা সংসদে রয়েছে দু’টি বুথ৷ সেই দু’টি বুথের মধ্যে ২৫ নম্বর বুথটি দিলীপের। সেখানেই ভোট দিতে আসেন বিজেপি নেতা। সেই বুথে কেন প্রার্থী খুঁজে পাওয়া গেল না, তা নিয়ে মুখে কুলুপ জেলা নেতৃত্বের। ঘটনাচক্রে, কুলিয়ানার ১৩টি বুথের মধ্যে একমাত্র দিলীপের বুথ বাদ বাকি ১২টি বুথে প্রার্থী দিতে পেরেছে বিজেপি।
এখন প্রশ্ন হল, যেখানে বিজেপি’র কোনও প্রার্থীই নেই, সেখানে কাতে ভোট দেবেন মেদিনীপুরের সাংসদ? নাকি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব থেকে নিজেকে সরিয়ে রাখবেন তিনি? তবে পরিস্থিতি যে কঠিন, তা একবাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
২০১৩ সালে কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। ২০১৮ সালে ক্ষমতা দখল করে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতে আট সদস্যই বিজেপি’র৷ সেখানে মাত্র একজন তৃণমূল কংগ্রেস ও একজন নির্দল সদস্য রয়েছেন৷ সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে বোর্ড গঠন করেছিল বিজেপি। কিন্তু ২০২৩-এ সালেও কি ক্ষমতা ধরে রাখতে পারবে? পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সাংসদের নিজের গ্রামের বুথে দল প্রার্থী দিতে না পারায় শুরু হয়েছে জল্পনা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>