বিজেপিতেই আছি, ছবি নিয়ে কারসাজি হয়েছে, তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন বিজেপি’র হিরণ

বিজেপিতেই আছি, ছবি নিয়ে কারসাজি হয়েছে, তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন বিজেপি’র হিরণ

কলকাতা: দিন কয়েক ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে, তৃণমূলে যোগদান করতে চলেছেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷ কিন্তু শনিবার সেই জল্পনায় জল ঢাললেন বিজেপি’র তারকা বিধায়ক৷ জানালেন, তিনি বিজেপিতেই আছেন। তাঁর ছবি বিকৃত করা হয়েছে। 

আরও পড়ুন- রীতিমতো এজেন্ট নিয়োগ করে চলেছে চাকরি বিক্রির কারবার, ED-র কাছে কবুল কুন্তলের

দল বদলের জল্পনার মাঝেই শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন হিরণ৷ সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে হিরণের কাঁধে হাত দিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর পরেই শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন হিরণ। সেখানে অভিনেতা বিধায়ক জানান, তিনি বিজেপিতেই আছেন।

 
শুক্রবার শুভেন্দু অধিকারীর নিজাম প্যালেসের দফতরে প্রায় আধ ঘণ্টা ছিলেন খড়্গপুরের বিধায়ক। একান্তে কথা হয় তাঁদের৷ গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন হিরণ। শুধু তাই নয়, হিরণের টুইটার অ্যাকাউন্টে ‘বিজেপি’ শব্দ মুছে লেখা হয় খড়্গপুর সদরের বিধায়ক এবং কাউন্সিলর। তিনি কোন দলের সঙ্গে যুক্ত, সেই উল্লেখ ছিল না টুইটার অ্যাকাউন্টে। আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অভিষেকের সভায় হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন বলেও শুরু হয়েছে গুঞ্জন৷ কিন্তু, শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরে হিরণ বললেন, ‘বিজেপি আমাকে যে সম্মান দিয়েছে, খড়্গপুরের মানুষ আমায় যে সম্মান দিয়েছে, তাঁদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না। তৃণমূল আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোনটাই পূরণ করেনি। ওরা আমার সঙ্গে প্রতারণা করেছে।’

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন হিরণ চট্টোরাধ্যায়৷ এর পর বিজেপি’র টিকিটে খড়্গপুর থেকে জয়ী হন তিনি৷