বিধানসভায় পর্ন দেখায় ব্যস্ত বিজেপি বিধায়ক! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

বিধানসভায় পর্ন দেখায় ব্যস্ত বিজেপি বিধায়ক! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

কলকাতা:  অধিবেশন চলাকালীন বিধানসভায় বসেই পর্ন ছবি দেখলেন খোদ বিধায়ক৷ ঘটনাটি ত্রিপুরার৷ এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে রাজ্যে। কাঠগড়ায় বিজেপি বিধায়ক যাদবলাল নাথ৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ পুড়েছে ত্রিপুরা বিজেপির। খড়্গহস্ত বিরোধীরা৷ 

আরও পড়ুন-একদিনে ৪০% সংক্রমণ বাড়ল দেশে, বুস্টার নিয়ে নয়া নির্দেশিকা দিল WHO

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে,  পুরদমো ব্যস্ত ত্রিপুরা বিধানসভা। অর্থনীতি, শিক্ষা, আইশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। তখনই একটি ক্যামেরায় লেন্সবন্দি হন বিজেপি’র বাগসারার বিধায়ক যাদবলাল নাথ। দেখা যায় আলোচনায় মন না দিয়ে নিজের মোবাইল ফোনের স্ক্রিনে পর্ন ছবি দেখায় মগ্ন তিনি। প্রসঙ্গত, মঙ্গলবারই ত্রিপুরা বিধানসভার অধিবেশন শেষ হয়েছে। বুধবার থেকেই ভাইরাল বিধায়কের পর্ন কেলেঙ্কারি ঘটনা৷ 

ভিডিয়োয় কি দেখছিলেন বিধায়ক? নীল ছবি দেখার কথা কার্যত স্বীকার করে নিয়ে যাদবলাল জানান, তিনি ফেসবুকে রিলস দেখছিলেন। সেই সময় ওই ভিডিয়োটি চলে আসে। কী করে চলে এল সেটা বুঝতে পারেননি। কিন্তু বিধানসভায় যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তখন কি মোবাইল ঘাঁটা যায়? যাদবলালের জবাব,’আর দেখব না।’

যদিও এই বিষয়ে মুখে কুলুপ গেরুয়া শিবিরের। অভিযুক্ত বিধায়কের এহেন আচরণ নিয়ে  কোনও রকম মন্তব্য করেননি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও। তবে এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, বিজেপি’তে যোগ দেওয়ার আগে সিপিএম করতেন যাদবলাল নাথ। ২০১৮ সালে তিনি পদ্মশিবিরে নাম লেখান৷ ভোটে জিতে বিধায়ক হন।

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন