ভোপাল: মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ক্রিকেট প্রীতি সকলেরই জানা। রাজনীতির পাশাপাশি ক্রিকেটেও বেশ দক্ষ তিনি। কিন্তু, এ বার বাইশ গজের লড়াইয়ে তিনি গুরুতর আহত করলেন দলেরই এক সদস্যকে।
আরও পড়ুন- বাগ্দান সেরে বন্ধুদের সঙ্গে হুল্লোড়, নাচগান! তারপরেই নিকিকে খুন করে সাহিল
বুধবার মধ্যপ্রদেশের রেওয়ায় বিজেপি নেতা-কর্মীদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচের আোজন করা হয়েছিল৷ সেখানে খেলতে নেমেছিলেন গোয়ালিয়র রাজ পরিবারের বংশধর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জনার্দন মিশ্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র শুক্লা। তখন ব্যাট হাতে বাইশ গড়ে দাঁড়িয়ে সিন্ধিয়া৷ একটি বল জোরে মারেন তিনি। সেটি সোজা গিয়ে লাগে ফিল্ডিং করতে নামা এক বিজেপি কর্মীর কপালে।
ওই বিজেপি কর্মীর কপালে বল লাগার সঙ্গে সঙ্গে ব্যাট ফেলে ছুটে যান জ্যোতিরাদিত্য৷ রুমাল দিয়ে ওই আহত বিজেপি কর্মীর কপাল চেপে ধরেন। এর পর তাঁর নিরাপত্তা রক্ষী এবং দলের কর্মীদের সাহায্যে আহত কর্মীকে নিজের গাড়িতে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখান থেকে সোজা হাসপাতালে নিয়ে যান তাঁকে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>