এগিয়ে আসছে পরীক্ষার দিন, প্রাথমিক টেটের মডেল প্রশ্ন ও পাঠ্যক্রম প্রকাশ করল পর্ষদ

এগিয়ে আসছে পরীক্ষার দিন, প্রাথমিক টেটের মডেল প্রশ্ন ও পাঠ্যক্রম প্রকাশ করল পর্ষদ

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এবছরও টেট পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতামান নির্ণায়ক টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) এর আগে গতবছর প্রথম পরীক্ষার পাঠ্যক্রম প্রকাশ করেছিল পর্ষদ। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল পর্ষদ। সেই সঙ্গে মডেল প্রশ্ন এবং গাইডলাইনও প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন আসবে, বিষয়ভিত্তিক পাঠ্যক্রম ও প্রশ্নপত্রের ধরন কেমন হবে, তা বিস্তারিত ভাবেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট দেড়শো নম্বরের পরীক্ষা হবে৷ পাঁচটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয় থেকে ৩০ নম্বরের প্রশ্ন করা হবে। গোটা পরীক্ষাটিই হবে এমসিকিউ ভিত্তিক। দেড়শো নম্বরের জন্য ১৫০টি করে এমসিকিউ থাকবে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তর দেওয়ার জন্য কোনও নম্বর কাটা হবে না৷ অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকছে না।

আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে৷ বেলা ১২টা থেকে শুরু করে পরীক্ষা চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। দেড়শো নম্বরের পরীক্ষার জন্য মোট আড়াই ঘণ্টা সময় দেওয়া হবে৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় ভাষা ছাড়া বাকি বিষয়গুলির জন্য ইংরেজি ও বাংলা ভাষায় প্রশ্ন করা হবে। এবারও চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগির উপর ৩০ নম্বরের প্রশ্ন থাকছে। 

পরীক্ষার্থীদের জন্যেও বেশ কিছু নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, অ্যাডমিট কার্ড ছাড়া কোনও প্রার্থী পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। রোল নম্বর অনুসারে প্রার্থীদের জন্য নির্ধারিত আসনে বসেই পরীক্ষা দিতে হবে। নির্ধারিত আসন বা পরীক্ষার কক্ষ বদল করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীপদই বাতিল করা হবে। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে৷ পরীক্ষা শুরুর পর কোনওভাবেই প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও বলা হয়েছে, লেখা কাগজ (ছাপা বা হাতে লেখা), কাগজের টুকরো, জিওমেট্রি বা পেনসিল বক্স, প্ল্যাস্টিক পাউচ, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, ক্যালকুলেটর, রবার, লগ টেবিল, বৈদ্যুতিন পেন বা স্ক্যানার, কার্ডবোড, মোবাইল, ব্লু-টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেল্থ ব্যান্ড, যে কোনও ধরনের ঘড়ি বা হাতঘড়ি, ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগ, গহয়না, অথবা এমন কোনও সামগ্রী যা অসৎ উপায় অবলম্বন করায় সাহায্য করতে পারে বা ক্যামেরা, ব্লু-টুথ লুকিয়ে রাখতে সাহায্য করে এমন কোনও জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *