হাড়োয়ায় বোমা ফেটে মৃত্যু তৃণমূল কর্মীর, রাজনৈতিক হিংসায় খুন, দাবি পরিবারের

হাড়োয়ায় বোমা ফেটে মৃত্যু তৃণমূল কর্মীর, রাজনৈতিক হিংসায় খুন, দাবি পরিবারের

 কলকাতা:  ভোট আবহে রাজ্যে উত্তেজনা তুঙ্গে৷  বোমা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির৷ উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় শালিপুর গ্রাম পঞ্চায়েতের সুড়িপুকুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পরিতোষ মণ্ডল। সোমবার সকালে একটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায় তাঁর ক্ষতবিক্ষত দেহ৷ খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিশ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, পরিতোষকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ৷ 

নিহত পরিতোষ মণ্ডল হাড়োয়া থানার সোনাপুকুর-শঙ্করপুর অঞ্চলের কুচেমোড়ায় বাসিন্দা। স্থানীয়দের  দাবি, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁর। রবিবার রাতে বোমা বাঁধার সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের জেরে পরিতোষের হাত উড়ে গিয়েছে। দেহের বিভিন্ন অংশে বোমার স্প্রিন্টারের টুকরো বিঁধে রয়েছে৷  এর ফলেই মৃত্যু হয়েছে তাঁর। বিস্ফোরণের অভিঘাতে আরও চার জন জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে৷ 

যদিও পরিতোষের স্ত্রীর দাবি, তাঁর স্বামী তৃণমূল করতেন৷ অনেক দিন ধরেই তিনি বিরোধীদের নিশানায় ছিলেন৷ তাঁর দাবি, ‘‘আমার স্বামী বোমা বাঁধত না। গানবাজনা করত। বোমা ফেটে এ ভাবে কারও মৃত্যু হতে পারে না৷ মাথার পিছনটা মেরে ফাটিয়ে দিয়েছে। যখন লাশ নিয়ে আসা হয়েছে, তখনও গলগল করে রক্ত ঝরছিল। দুটো হাত কেটে নিয়েছে। আমার স্বামীর খুনিদের কঠোর শাস্তি চাই।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + two =