কলকাতা: ঠিক যেন কোনও সিনেমা! হু হু করে ছুটছে বাইক৷ তার উপর সওয়ার প্রেমিক যুগল৷ ভাবছেন, এ আবার নতুন কী? কিন্তু বাইকে চড়ে তাঁরা যে কীর্তিটি করলেন, সেই ভিডিয়োই নেট পাড়ায় ভাইরাল৷
আরও পড়ুন- রাত ছিল নিদ্রাহীন, ইডি হেফাজতে দিল্লির প্রথম সকাল কেমন গেল ‘কেষ্ট’র?
হোলি মানেই বাড়তি উন্মাদনা৷ রঙের নেশায় এক অন্য মাদকতা৷ বসন্তের এই দিনটার অপেক্ষায় থাকেন অগণিত মানুষ৷ হোলি মানেই নিজেকে রাঙিয়ে নেওয়ার পালা৷ রঙের হাতছানি এড়াতে পারেননা কেউই। যে যেখানে যেমন ভাবে পারেন রঙ অবশ্যই খেলেন। সারা দেশ যখন হোলির উৎসবে মাতেন, বাংলা তখন পালন করে দোলযাত্রা৷ তার মজাও কিছু কম নয়। তবে হোলি হোক বা দোল, রঙের দিনে নানা অশ্লীল কাজও হয়ে থাকে। প্রায় প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন খবর মেলে৷ কোথাও নোংরা ভাবে রং মাখানোর অভিযোগ, কোথাও আবার আকণ্ঠ মদ্যপান করে রাস্তায় বেপরোয়া বাইক চালানোর ঘটনা৷ সর্বোপরি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, রঙের উৎসবের অন্ধকার এক দিক। হোলির আনন্দে কিছু মানুষ এতটাই বিভোর হয়ে ওঠে যে, বাকিদের সমস্যার কারণ হয়ে দাঁড়ান। এই বছর হোলিতে এমন এক কাণ্ড ঘটাল যুগল যে, অন্যদের চোখ কপালে উঠল৷ কিন্তু কী করল তারা?
ঘটনাটি গতকালের। এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ভর দুপুরে রাস্তায় বুলেট চালাচ্ছেন এক যুবক। তাঁর বাইকেরই সামনে থাকা ফুয়েল ট্যাঙ্কের উপর বসে রয়েছেন তাঁর প্রেমিকা। বয়ফ্রেন্ডকে এক্কেবারে জাপটে ধরে রয়েছে সে। অন্তরঙ্গ হয়েই ছুটে চলছেন তাঁরা। ঠিক যেমন ‘গুলাম’ ছবিতে আমিক খানের সঙ্গে চলন্ত বাইকে রোম্যান্স করেছিলেন রানি মুখোপাধ্যায়৷
জানা গিয়েছে, এই ঘটনাটি জয়পুরের। ওই বুলেটের পিছনে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ওই ভিডিয়োটি করেন। @NaredaAbhishek নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ওই টুইটার ইউজার ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “জয়পুরের রাস্তায় প্রেমিক যুগল কী জঘন্যভাবে রোম্যান্স করছেন একবার দেখুন। পুলিশের উচিত এই ধরনের মানুষজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” জানা জয়পুরের জওহর সার্কেল স্কোয়্যারের সামনে ওই যুগল ক্যামেরাবন্দি হন।
देखों जयपुर की सड़कों पर प्रेमी जोड़े का फुड़प्पन रोमांस
ऐसे लोगों को खिलाफ पुलिस को बहुत सख्त कार्रवाई करनी चाहिए @RajPoliceHelp pic.twitter.com/shPfgjntXx
— @abhishek nareda (@NaredaAbhishek) March 7, 2023
একটি চারচাকা গাড়ি থেকে ওই যুগলের কীর্তি রেকর্ড করা হয়। সেই সময় চারমাথার মোড় ক্রস করছিল বুলেটটি। তাঁদরা যে হোলি খেলে ফিরছে, তা চেহারায় স্পষ্ট৷ বেশ উন্মত্ত অবস্থাতেই দেখা গিয়েছে ওই যুগলকে। তাঁদের পিছনে আরও একটি গাড়ি ছিল, প্রেমিক-প্রেমিকাকে আলিঙ্গনরত অবস্থায় এভাবে গাড়ি চালাতে দেখে গাড়ি থেকে জোরে চিৎকার করেন তাঁরা। তবে সবথেকে ভয়ঙ্কর দিক হল, ওই যুগলের কারও মাথায় হেলমেট ছিল না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>