নয়াদিল্লি: বিয়ে মানেই দিনভর ঝক্কি, হাজারো রীতিনীতি, শিষ্টাচার। এসবের চাপে পড়ে অস্থির অবস্থা বর-কনের। একের পর এক নিয়ম পালন করতে করতে অনেক সময়ই ক্লান্ত হয়ে পড়েন তাঁরা। বিয়ের সেই ক্লান্তির ছবিই এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন- রাষ্ট্রবিজ্ঞান-ইতিহাসে ১০০-তে ১০০! আইএএস টপার টিনার রেজাল্ট নিয়ে জোর চর্চা
ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিনই ভাইরাল হয় ছোট ছোট নানা কাহিনি৷ আর তা যদি নব বিবাহিত দম্পতি বা বর-কনের হয়, তবে তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না৷ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বেশ ঘুরপাক খেতে শুরু করেছে৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিয়ের পর ক্লান্তির চোটে নুইয়ে পড়েছেন বর৷ তাঁকে জল ও খাবার খাইয়ে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন কনে। তাঁদের এই রসায়ন বেশ মনে ধরেছে নেটাগরিকদের৷
ইনস্টাগ্রামে ‘ভূমিকাশিশু’ বলে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে অমনবরেজা২৮ নামের এক নেটাগরিকের নাম উল্লেখ করে লিখেছেন, ‘আলসে বর’। ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিয়ের পর শেরওয়ানি পরে মাথা নিচু করে সোফায় বসে ঝিমচ্ছেন বর। তাঁর ঠিক পাশেই বিয়ের সাজে বসে নববধূ৷ ঝিমিয়ে পরা বরকে চাঙ্গা করতে হাসতে হাসতে তাঁকে জল ও মিষ্টি খাওয়াচ্ছেন তিনি। ভিডিয়োতে মজা করে লেখা রয়েছে ‘বিয়ের পর এমনই হয়’! ভিডিয়োটিতে আরও দেখা যায়, বর প্রথমে ঝিমিয়ে থাকলেও স্ত্রীর হাতের জল আর মিষ্টি খেয়ে সত্যিই চাঙ্গা হয়ে যান৷ নতুন বউয়ের কাজে হেসে ফেলেন তিনিও।
বর-কনের এই দুষ্টু-মিষ্টি ভিডিয়ে বেশ পছন্দ হয়েছে নেট পাড়ার বাসিন্দাদের। ইতিমধ্যেই প্রায় ৩৫ লক্ষ মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। লাইক করেছেন এক লক্ষ ১৮ হাজার মানুষ। ভিডিয়োটি দেখলে মন ভালো হবে আপনারও৷ তবে এই ঘটনাটি কোথাকার তা জানা যায়নি৷
দিন কয়েক আগে এমনই একটি বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছিল৷ ওই ভিডিয়োটিতে দেখা যায়, বিদায়ের সময় হাউ হাউ করে কাঁদছেন বর৷ আর তাঁর পাশে দাঁড়িয়ে হেসে চলেছেন নববধূ৷ যা দেখে অনেকই বলেছিলেন.. এ তো উলোট পুরাণ! যদিও ভিডিয়োটি শেষ পর্যন্ত দেখলে বোঝা যায়, সত্যি সত্যি নয়, বরং কাঁদার ভান করছিলেন তিনি৷ আর তাতেই জমে ওঠে বিয়েবাড়ি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>