ফ্ল্যাট খালি করতে শোভনকে আইনি নোটিশ শ্যালকের, ‘প্রতিহিংসা’, পাল্টা দাবি প্রাক্তন মেয়রের

ফ্ল্যাট খালি করতে শোভনকে আইনি নোটিশ শ্যালকের, ‘প্রতিহিংসা’, পাল্টা দাবি প্রাক্তন মেয়রের

কলকাতা: গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠাল তাঁর শ্যালক শুভাশিস দাসের সংস্থা৷ বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে এখন বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ এরই মধ্যে শোভনবাবুকে আইন নোটিশ পাঠালেন শ্যালক৷ 

আরও পড়ুন – কলমকেই প্রথম হাতিয়ার হিসেবে বেছে নিলাম: শুভেন্দু

২০১৭ সালের জুলাই মাসে গোলপার্কের এই ফ্ল্যাটেই রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র৷ এদিকে নোটিশ পাওয়ার পর শোভনের পাল্টা দাবি, প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্ল্যাট খালি করার নোটিশ পাঠানো হয়েছে৷ স্ত্রী, শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে এমনই দাবি তুলেছেন তিনি৷ সেই সঙ্গে তাঁর পাল্টা প্রশ্ন, কোন অধিকারে বেহালার বাড়িতে রয়েছেন রত্না চট্টোপাধ্যায়? এই নোটিশের জবাব আইনি পথেই তিনি দেবেন বলে জানিয়েছেন শোভন৷

এ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের শ্যালক শুভাশিস দাস বলেন, ২০১৭ সালের ৩১ জুলাই একটি চিঠি করে শোভনবাবুকে গোলপার্কের ওই ফ্ল্যাটটিতে থাকতে দিয়েছিলাম৷ কোম্পানির বোর্ড অফ রেজলিউশন শোভনবাবুকে ওই ফ্ল্যাটে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷ ২০১৭ সালের ৩১ জুলাই থেকেই ওই ফ্ল্যাটে রয়েছেন শোভনবাবু৷ দীর্ঘ দিন ধরে ওই ফ্ল্যাটে থাকলেও কোনও ভাড়া তিনি দেননি৷ আমরাও ভাড়া চাইনি৷ কিন্তু এখন আমরা ওই ফ্ল্যাটটি খালি করতে চাইছি৷ কারণ ওই ফ্ল্যাটটি শোভনবাবুকে থাকার জন্য দেওয়া হয়েছিল৷ অন্য কাউকে থাকার জন্য নয়৷ আশেপাশের অনেকেই তাঁকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ সে কারণেই আমরা আর চাইছি না উনি ওখানে থাকুন৷ 

আরও পড়ুন- ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে রনক্ষেত্র হাওড়া, মৃত ১

এদিকে শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘রত্না চট্টোপাধ্যায় এবং দুলাল দাস বিধানসভায় নির্বাচিত হয়েছেন৷ প্রতিহিংসাবশত দুলাল দাস তাঁর ছেলে এবং রত্না চট্টোপাধ্যায় তাঁর ভাইকে দিয়ে আমাকে আইনি চিঠি পাঠিয়েছে৷ এই জবাব আইনি ভাবেই আমি দেব৷ আমার ন্যায়সঙ্গত আয় যে ভাবে আত্মসাৎ করছে, যে ভাবে আমাকে বঞ্চিত করা হচ্ছে, ভদ্র সমাজের বাসিন্দা হলে আশা করব সেটা তাঁরা শোধ করবে৷ ’’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 9 =