নিশীথকাণ্ডে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ বিজেপি, ক্রমে চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির

নিশীথকাণ্ডে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ বিজেপি, ক্রমে চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে দিনহাটায়৷ সেই ঘটনায় এবার বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শনিবার কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে রাজ্য বিজেপি৷ 

আরও পড়ুন- দু’হাজার কোটির মালিক গোপাল-হৈমন্তী! CBI তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এই ঘটনায় হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল গেরুয়া শিবির। বিজেপির আইনজীবী সূর্যনীল দাস প্রধান বিচারপতির শ্রীবাস্তবের বেঞ্চর দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। বিজেপির তরফে মামলা দায়ের করার পর, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার দুপুরে চলছিল নিশীথের জনসংযোগ কর্মসূচি৷ পূর্ব ঘোষিত ওই কর্মসূচি মেনে দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন করে ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগে ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দুপুরের দিকে দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে  ঢিল ছোড়ে তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। বড়সড় অশান্তি এড়াতে এলাকায়  বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ তৃণমূল সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে৷ ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল৷