কলকাতা: প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের৷ ২৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন ১০ চাকরিপ্রার্থী৷ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা৷ নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ জানিয়েই হাই কোর্টে মামলা৷
আরও পড়ুন-আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট
২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে৷ ওই বিজ্ঞপ্তির একটা অংশে বলা হয়, ডিএলএড যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সঙ্গে বিএড যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন৷ বিজ্ঞপ্তির ঠিক এই অংশ ঘিরেই সমস্যার সূত্রপাত৷ মামলাকারীদের দাবি, নিয়ম অনুযায়ী কোনও বিএড যোগ্যতাসম্পন্ন প্রার্থী প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না৷ বিজ্ঞপ্তির এই অংশের সংশোধন চেয়েই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন৷ আগামী সোমবার এই মামলার শুনানি শুরু হবে৷ এই মামলায় বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর মন্তব্য, পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, কোন পদক্ষেপ করলেই মামলা হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>