নয়াদিল্লি: কিছুতেই যেন মিলছে না স্বস্তি৷ আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ মেলেনি জামিন৷ আপ সুপ্রিমোর বর্তমান ঠিকানা তিহাড় জেল৷ এরই মধ্যে আরও এক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হতে হল দিল্লির মুখ্যমন্ত্রীকে৷ ইডির পর সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার রাতে তিহাড় জেলে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই।
সোমবার তিহাড়ে গিয়ে আপ প্রধানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়৷ বুধবার কেজরিকে আদালতে পেশ করবে সিবিআই। ফলে আপ সুপ্রিমোর বিপদ যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য৷ ইডির দায়ের করার মামলায় যদি তিনি জামিন পেয়েও যান, সিবিআইয়ের মামলায় হেফাজতে থাকতে হতে পারে কেজরিওয়ালকে৷ জেল থেকে মুক্তি পেতে হলে দুই কেন্দ্রীয় এজেন্সির করা মামলাতেই জামিন পেতে হবে তাঁকে৷